নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কারো পৌষমাস, কারো সর্বনাশ। বিরাট কোহলির বেলায় হয়েছে তাই। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। শূন্য রানে আউট ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির সেই শূন্য নিয়ে রসিকতা, ট্রল হচ্ছে নিয়মিত। এর মধ্যে কোহলির ডাককে জনসচেতনতায় ব্যবহার করেছে দেশটির উত্তরাখন্ড রাজ্যের পুলিশ বিভাগ।
পরশু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে মাত্র ১২৪ রান তোলে ভারত। জবাবে ২৭ বল হাতে রেখে ২ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড। ওয়ান ডাউনে নেমে পাঁচ বল মোকাবেলা করেছেন কোহলি। কিন্তু রানের খাতা খুলতে পারেননি তিনি।
কোহলিকে সাজঘরে ফেরান লেগ স্পিনার আদিল রশিদ। ইনসাইড আউট শটে বল সীমানা ছাড়া করতে গিয়ে মিড অফে ক্রিস জর্ডানের তালুবন্দি হন তিনি।
প্রথম ম্যাচ হেরে কোহলি ও টিম ইন্ডিয়া চাপে। তবে উত্তরাখন্ডের পুলিশ কোহলির শূন্যকে কাজে লাগালেন সচেতনতা হিসেবে। কোহলির সাজঘরে ফেরার একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা লিখেছে, ‘শুধু হেলমেট পরাই যথেষ্ট নয়! গাড়ি চালানোর সময় পুরোপুরি মনোযোগ রাখা উচিত। নইলে কোহলির মতো শূন্য রানে আউট হতে হবে।’ তবে পরে টুইটটি সরিয়ে নেয়া হয়েছে।
ভারতের অধিনায়ক হিসেবে সব সংস্করণ মিলিয়ে কোহলির ডাক ১৪টি, যা রেকর্ড। ১৩ বারের রেকর্ড আছে সৌরভ গাঙ্গুলির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।