Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে জব্দ করছে চীনের কৌশল

আজকের কৌটিল্য ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৪ এএম

এই শান্তি বজায় রাখার সমঝোতা পরস্পরের জন্য উপকারী হলেও চীন যুদ্ধ ছাড়া অন্য যে কোনও উপায়ে ভারতকে জব্দ করতে রাজামান্ডালাতে শক্তভাবেই অবস্থান করছে। ভারতের পশ্চিম ও পূর্ব সীমান্তে পাকিস্তান এবং মিয়ানমারের সাথে চীনের মিত্রতা, দক্ষিণে শ্রীলঙ্কায় চীনপন্থী সরকার ভারত মহাসাগর অঞ্চলে ভারতের আধিপত্যকে খর্ব করার জন্য একটি পরিকল্পিত পদক্ষেপ।

ভারতের রাক্সা (প্রতিরক্ষা) এবং পালান (কল্যাণ)-এর জোড়া লক্ষ্য তার আন্তর্জাতিক আচরণের দিক-নির্দেশনা দেয়। যেহেতু ভারতের নব্বই শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় পানিসীমা দিয়ে বাহিত হয়, তাই এ অঞ্চলটি ভারতের প্রতিরক্ষা, সমৃদ্ধি এবং সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে অভ্যন্তরীণভাবে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে পছন্দনীয় হ’ল কৌটিল্যীয় নীতিমালা।

কৌটিল্য বা চানক্যনীতিতে রাষ্ট্রের সুস্বাস্থ্যের প্রথম ৬টি প্রকৃতি- শাসক, নীতি নির্ধারকগণ, অঞ্চল এবং জনসংখ্যা, দুর্গ, কোষাগার এবং সমরশক্তি রাজামান্ডালায় যে কোনও রাষ্ট্রের স্বার্থ রক্ষার নিশ্চিত উপায়। বাস্তবে, যখন একটি অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার চেষ্টা চলে, তখন কোষাগার, যা অর্থনীতির প্রতিনিধিত্ব করে, সেটি পুনরুদ্ধার করতে যথেষ্ট সময় নিতে পারে এবং ফলস্বরূপ অভ্যন্তরীণ আর্থ-সামাজিক ফাটলটি আরও গভীর হয়ে উঠতে পারে।

এ ফাটল পরবর্তীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথে বাধা তৈরি করতে পারে এবং অর্থ বরাদ্দে অগ্রাধিকার না পেলে সামরিক আধুনিকায়নের গতি ধীর হয়ে যেতে পারে। ভারতের অভ্যন্তরীণ ভারসাম্য প্রয়োজনীয় হলেও, বর্তমানে যে গতিতে বৈশ্বিক এবং আঞ্চলিক ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতির খেলাটি চলছে, তার সাথে তাল মিলিয়ে সামঞ্জস্য করা সম্ভব নাও হতে পারে।

কম সফল রাষ্ট্রের ক্ষমতার পরিপ্রেক্ষিতে শত্রুদের জব্দ করার (আতিসামধান) প্রাথমিক উপায় হ’ল মিত্রদের সাথে সুসম্পর্ক নিশ্চিত করা। তবে, এ কাজটি সতর্কতার সাথে করতে হবে। একদিকে কৌশলগত অংশীদারিত্ব (সামাভায়) দুর্বল রাষ্ট্রগুলিকে শত্রুর উত্থানের সাথে সাথে ভারসাম্য বজায় রাখার উন্নত সুযোগ প্রদান করে, অন্যদিকে তারা রাজনৈতিক আধিপত্য ও কৌশল খাটানোর জন্য সূ² অস্ত্র হিসাবে কাজ করে।

কৌটিল্যের মতে, শক্তি এবং নির্ভরযোগ্যতা হ’ল সঠিক অংশীদার সন্ধানের মূল যোজক এবং আলোচনার দক্ষতা আকর্ষণীয় অংশীদারিত্বগুলোর ক্ষেত্রে একটি বিশেষ নিয়ামক। আমেরিকা পরাশক্তি চীনের উত্থানের সাথে সাথে আন্তর্জাতিক শাসন ব্যবস্থায় চীনের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করার লক্ষ্যে ভারতকে তার অংশীদার করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে আসছে।

ভারত দীর্ঘদিন ধরে আমেরিকার ইস্যুতে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে। তবে, লাদাখ পরিস্থিতির প্রভাব যে কোনো গভীর পরিবর্তনের ক্ষেত্রে দেশটির মৌলিক অবস্থানকে কীভাবে বদলে দিতে পারে, তা এখনও বোঝা মুশকিল। এ ক্ষেত্রে চার জাতির জোট ভারতের অবস্থানের সূচক হিসেবে পরিগণিত হতে পারে। সূত্র : দ্য প্রিন্ট (চলবে)



 

Show all comments
  • fatema akhter ১৪ মার্চ, ২০২১, ৬:০১ এএম says : 0
    I am so happy that I can,t explain to you. God will help you for all your life and I wish a very good luck Sir. Thank you.
    Total Reply(0) Reply
  • fatema akhter ১৪ মার্চ, ২০২১, ৬:০২ এএম says : 0
    Thank you very much Sir.
    Total Reply(0) Reply
  • গাজী মোহাম্মদ শাহপরান ১৪ মার্চ, ২০২১, ৭:০২ এএম says : 0
    ভারত ভেবেছিলো কুটনীতি শুধু তারাই বুঝে। বাড়ীর উঠানের চীনকেই তারা এতদিনে চিনে উঠতে পারেনি। শুধু মুখের কথায় যে আজকাল বন্ধুর চিড়ে ভিজে না, এই বাস্তবতা বুঝার ব্যর্থতার ফসল চীন গুনে গুনে ঘরে তুলবে।
    Total Reply(0) Reply
  • সজল মোল্লা ১৪ মার্চ, ২০২১, ৭:০৩ এএম says : 3
    এসব করে চীনের কোন লাভই হবে না, ভারতের বাজার বিশাল যা চীন নিজ হাতেই নষ্ট করেছে।
    Total Reply(0) Reply
  • বিপুলেন্দু বিশ্বাস ১৪ মার্চ, ২০২১, ৭:০৩ এএম says : 0
    ভারতকে ধ্বংস করে দেবে চীন। শুধু সময়ের অপেক্ষা।
    Total Reply(0) Reply
  • Rasel Miah ১৪ মার্চ, ২০২১, ৭:০৪ এএম says : 0
    আমি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী , তাই বলে সব কিছু দিয়ে সম্পর্ক রাখার পক্ষে নই। ভারত কখনোই বাংলাদেশের স্বার্থ দেখেনি।
    Total Reply(0) Reply
  • Wasim Sarker ১৪ মার্চ, ২০২১, ৭:০৪ এএম says : 0
    India is our greatest enemy, not our friend!
    Total Reply(0) Reply
  • Jainal Abeden Dulal ১৪ মার্চ, ২০২১, ৭:০৪ এএম says : 0
    ভাই এ পৃথিবীতে সবাই স্বাথের পাগল।কিছু বুঝা যায়।
    Total Reply(0) Reply
  • salman ১৪ মার্চ, ২০২১, ৭:৩৯ এএম says : 0
    Sabbash CHINA, go ahead. india k Size kore daw. Ai Pash a Bangladesh ase, Ora Palabay kothai??
    Total Reply(0) Reply
  • মোঃ আইয়ুব আলী সিকদার ১৪ মার্চ, ২০২১, ১০:৩৫ এএম says : 0
    ভারতীয় রাজনৈতিকদলগুলোর নিতি বাংলাদেশের বিরুদ্ধেই চলে অথচ বহির্বিশ্বে ভারত বাংলাদেশ ছাড়া নিশ্বাস ফুঁকে বৃহত্তর সার্থকতা রক্ষায় প্রত্যক্ষভাবে বাংলাদেশকরে বাদ দিয়ে ভারতের ভূখণ্ড রক্ষায় ব্যর্থ হবে। কারণ আপনি বাড়ির আশেপাশের মানুষের সাথে ঝগড়া বিবাদ বিচ্ছেদ করে বেশি দিন চলতে পারবেন না। কারো না কারো সাথে আপনার নিবির বন্ধুত্ব সৃষ্টি করতে হবে। নয়তো, সবাই শত্রুকে পরিনত হলে নিজেকে। আত্মহত্যার জন্য প্রস্তত করতে হবে। আরও অনেককিছু নিরাপত্তার বিষয় আছে। ভারতীয় রাজনৈতিক দলগুলোর কারণে সিদ্ধান্তে আমার দেশের অসখ্য মায়ের বুক খালি হয়েছে এবং এখনো হচ্ছে বিধায় আমি মনে করছি ভারত বন্ধু হীন রাষ্ট্রের মধ্যে পরিনত হয়ে পরিতেছে। এটা খুব বড়সড় ভূল ভারতের জন্য এ কাজটি।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ১৪ মার্চ, ২০২১, ১১:০৫ এএম says : 0
    ভারতের কুটনৈতিক প্রজ্ঞা চীনের কাছে শিশুর মত মনে হচ্ছে। পৃথিবীর মাঝে একটি দেশযার বিতরে পছিশকোটি মুসলমানদের অবস্থান। বিশ্বেরসকল মুসলিম দেশের সাথে শক্তিশালী মর্যাদাপূন‍্য সম্পর্কের মাধ্যমে মুসলমান ভারত কে বিশ্বে মর্যাদার আসনে বসিয়ে ভারতের পক্ষেই শক্তিশালী অবস্থান নিতেন। ভারতীয় জনতাপার্টি অথিতের সকল সম্পর্কের আত্মমর্যাদার সবকিছু ধ্বংস করেদিচ্ছেন ভারতীয় মুসলমানদের অত‍্যাচার জীবন্ত পুড়িয়ে হত‍্যা পর হত‍্যা মসজিদ মাদ্রাসা ধ্বংস ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একের পর এক কঠিন সিদ্ধান্তে রাম রাজত্ব‍্য বানানোর চেষ্টা করে যাচ্ছেন।ভারতীয় প্রধানমন্ত্রীর বর্তমানের চেহারা শারীরিক পোশাক কথাবার্তায় ধর্মীয় গুরু সাদু সন্নাসীর মত মনে হচ্ছে। এই ভারতের স্বাধীনতা ইতিহাসে মুসলিম জনগোষ্ঠীর রক্ত ত‍্যাগের ইতিহাস। বাংলাদেশ পাকিস্তান পাশ্ববর্তী কেও ভারতের সাথে আছে?? বর্ডারে কাটাতার দিয়ে গিরে বাংলাদেশকে কি ম‍্যাচেস দিচ্ছেন? বাংলাদেশী দের পশুর মত গুলি চালিয়ে হত‍্যাকরছে ভারতীয় সৈন্যরা দাদাগিরি চীনের সাথেকরার শক্তি অস্ত্র অর্থআছে ভারতের চীন প্রায় বিশ ট্রিলিয়ন রিজার্ভের শক্তিশালী অর্থনৈতিক পরাশক্তি আমেরিকা কে ছাড়িয়ে যাচ্ছেন। মাত্র ছয়শো বিলিয়ন ডলারের রিজার্ভের ভারত কথাবার্তায় পরাশক্তির ভাব। বাংলাদেশ পেয়েছেন বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন দক্ষিণ এশিয়ারদক্ষ বিচক্ষন বুদ্ধিদীপ্ত সাহসীনেতা বঙ্গবন্ধুর কন‍্যা শক্তিশালী অর্থনৈতিক শক্তির বাংলাদেশের প্রতিষ্টাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের শক্তিশালী পরারাষ্ট্রনীতি অত্যন্ত পরিস্কার সকলের সাথে বন্ধুত্ব।এই নীতিরবিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত আন্তর্জাতিক ভাবে করার কে আছে????? বাংলাদেশের বিচক্ষন বুদ্ধিদীপ্তরা দেখছেন ঐভাবে কুটনৈতিক বিচক্ষনতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবেন। আজকের শিরোনাম ভারতকেজব্দ করেছে চীন। এইজন‍্যে ভারত ও দায়ী। রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের গভীর কুটনৈতিক খেলা ছিল আছে থাকবে। বাংলাদেশের সরকার প্রধানসহ গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিও প্রতিষ্টান অত্যন্ত দক্ষতার ভারতীয় নীতি কুটকৌশল বিচক্ষতার সাথে মোকাবেলা করতে হবে। চীন ভারতের যুদ্ধ যুদ্ধ খেলার ময়দানে বাংলাদেশ দর্শকের মত শান্তিপূর্ণ অবস্থানকারী হিসাবে আছে এবং থাকবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ