Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমা প্রার্থনার নেপথ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

বলিউডের দুই সুপার স্টার সালমান খান ও মিঠুন চক্রবর্তীর নায়িকা সোমি আলি। সহ অভিনেতাদের মতো ভাল অভিনয় না করতে পারায় তাদের কাছে ক্ষমা চাইলেন এই নায়িকা। এমনকি তিনি পরিচালকদের কাছেও ক্ষমা চেয়েছেন।
নায়িকা সোমি আলি বলিউডে খুব কম সময়ের জন্য কাজ করেছেন। তবে সেই সময়কার প্রথম সারির অভিনেতাদের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। সালমানের সঙ্গে সোমির প্রেমের গুঞ্জনও শিরোনামে এনে দিয়েছিল তার নাম।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোমি বলেন, আমি ১০টি ছবিতে কী ভাবে অভিনয় করলাম। সেটা ভেবে নিজেই অবাক হয়ে যাই। সালমন থেকে শুরু করে সঞ্জয়, সাইফ, গোবিন্দ, চাঙ্কি, ওম পুরি- এদের সকলের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। কারণ এরা অভিনেতা হিসেবে আমার সঙ্গে কাজ করেছেন।
বিশেষ করে মিঠুনদা’র কাছে ক্ষমা চাইব। তার সঙ্গে আমি ৪টি ছবি করেছি। সুনীল আমি দুঃখিত, আমি খুবই খারাপ নাচতাম। সোমি জানিয়েছেন, তাকে নাচের মহড়ায় পাঠানোর জন্য রীতিমতো বকাবকি করতে হত সুনীল শেঠিকে। নাচের মহড়ায় না গেলে সরোজ খানের কাছ থেকেও বকুনি খেতেন বলে জানিয়েছেন তিনি।
সরোজের সঙ্গে কাজ করতে যদিও ভাল লাগত তার। কিন্তু অভিনয়ের প্রতি কখনোই টান ছিল না সোমির। তাই নাচ অনুশীলন করলেও নিজের সংলাপ নিয়ে নাকি কখনও তেমন খাটাখাটনি করেননি সোমি। এমনকি অতীতে নিজেকে পরিচালকদের ‘দুঃস্বপ্ন’ বলতেও পিছপা হননি অভিনেত্রী। সূত্র : ডিএনএ ইন্ডিয়া, বলিউড লাইফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ