Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও বিচ্ছেদ ঘটালেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

অবশেষে বিচ্ছেদের পথই বেছে নিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। চার বছরের সম্পর্কের ইতি টানলেন হলিউড মাতানো এই তারকা।
সঙ্গী অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে ম্যাডিসন লেক্রয়ের স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর জেনিফার এমন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আর এই তথ্য প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শোবিজ অঙ্গনের গণমাধ্যম পেজ সিক্স।
গণমাধ্যমটি গতকাল শনিবার জানিয়েছে, রিয়্যালিটি স্টার ম্যাডিসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসবল তারকা রদ্রিগেজের সম্পর্কের কথা জানার পর লোপেজ বাগদান শেষ করার সিদ্ধান্ত নেন। রদ্রিগেজের সঙ্গে চার বছরের সম্পর্ক জেনিফারের। ২০১৭ সাল থেকে প্রেমের বন্ধনে আবদ্ধ তারা। তবে দুই বছর আগে বাগদান সারেন তারা।
বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লেক্রয় লেখেন, অবশেষে হাসার একটি উপলক্ষ্য পেলাম। গত জানুয়ারিতে রদ্রিগেজের নতুন সম্পর্কের কথা জানাজানি হয়। বিষয়টি প্রকাশ হয়ে গেলে তা স্বীকার করেন লেক্রয়। যদিও প্রথম থেকেই লেক্রয়ের দাবি, রদ্রিগেজের সঙ্গে তার শুধু সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছে। কখনও ডেটিং হয়নি।

এদিকে লোপেজের এমন সিদ্ধান্তের পর পেজ সিক্সকে লেক্রয় বলেন, ‘আমি কখনোই লোপেজ ও তার বাগদত্তাকে শারীরিকভাবে ঠকাইনি। আমি তাদের পরিবারের জন্য খারাপ কিছু চাই না। আমার এখানে কোনো দোষ নেই।’
বিচ্ছেদের আগুনে পোড়ার স্বাদ অবশ্য এই প্রথম নেননি গায়িকা ও অভিনেত্রী লোপেজ। এর আগেও তিন-তিনবার বিয়ে করেছেন। কিন্তু কোনো বিয়েই টেকেনি তার। লোপেজের প্রথম স্বামী অভিনেতা ও প্রযোজক ওজানি নোয়ার। বিয়ের এক বছরের মাথায় বিচ্ছেদ ঘটান লোপেজ।

এরপর লোপেজ বিয়ে করেন অভিনেতা ও নৃত্যশিল্পী ক্রিস জুডকে। সেই সংসার টেকে দুই বছর। ক্রিস জুডকে ডিভোর্সের পর মার্কিন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেকের সঙ্গেও সম্পর্কে জড়ান লোপেজ। তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়েতে আর গড়ায়নি। সেই সম্পর্ক ভেঙে যায় তার আগেই। সূত্র : সিএনএন, ইউএসএ টুডে।



 

Show all comments
  • কামাল ১৪ মার্চ, ২০২১, ৭:২৩ এএম says : 0
    তারকাদের জীবনটাই নষ্টামিতে ভরা।
    Total Reply(0) Reply
  • গাজী ওসমান ১৪ মার্চ, ২০২১, ৭:২৪ এএম says : 0
    এরা কখনও একজনের সাথে সম্পর্কে টিকে থাকতে পারবে না।
    Total Reply(0) Reply
  • কামাল রাহী ১৪ মার্চ, ২০২১, ৭:২৪ এএম says : 0
    অবৈধ সম্পর্কের বিচ্ছেদের আবার কি আছে...যত্তসব।
    Total Reply(0) Reply
  • হোসাইন এনায়েত ১৪ মার্চ, ২০২১, ৭:২৪ এএম says : 0
    খুবই মহামূল্যবান খবর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ