Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেফতারি পরোয়ানা জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট জেনিন আ্যনেজসহ কয়েক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার জন্য বিক্ষোভ, সন্ত্রাসবাদ ও সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার কারণে এসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বলিভিয়ায় পাবলিক প্রসিকিউটর অ্যালসিদেজ মেজিলোনেস গত শুক্রবার সাবেক অন্তবর্তী প্রেসিডেন্ট অ্যানেজ এবং তার অন্তবর্তী সরকারের পাঁচ মন্ত্রী ও প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া চারজন সামরিক কমান্ডার এবং সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তবে, জেনিন অ্যানেজ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইভো মোরালেস ২০০৬ সালের নির্বাচনের মাধ্যমে বলিভিয়ার ক্ষমতায় আসেন এবং তিনি ২০১৯ সালের অক্টোবর মাসে চতুর্থবারের মতো নির্বাচিত হন।
কিন্তু দেশটির সামরিক বাহিনী এবং বিরোধীদল দাবি করে যে, নির্বাচনে কারচুপি হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে জীবনঘাতী বিক্ষোভ শুরু করে বিরোধীদল। চাপের মুখে ইভো মোরালেস পদত্যাগ করেন এবং দেশ থেকে নির্বাসনে যেতে বাধ্য হন।

পরবর্তীতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে ইভো মোরালেসের সমর্থিত প্রার্থী বিজয়ী হন এবং এবং মোরালেস নিজ দেশে ফেরার সুযোগ পান। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ