Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোরকা নিষিদ্ধ ও সহস্রাধিক মাদরাসা বন্ধ করবে শ্রীলঙ্কা সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে মুসলিম মহিলাদের বোরকা পরিধান নিষিদ্ধ এবং এক হাজারেরও বেশি ইসলামিক স্কুল বন্ধ করবে। গতকাল শনিবার দেশটির জননিরাপত্তা মন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জননিরাপত্তা মন্ত্রী শরৎ বীরাসেকেরা বলেন, শুক্রবার ‘জাতীয় নিরাপত্তা’ ইস্যুতে বোরকা নিষেধাজ্ঞায় প্রস্তাবে স্বাক্ষর করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠিয়েছেন। তিনি বলেন, ‘আগে মুসলিম নারী ও মেয়েরা (শ্রীলঙ্কায়) বোরকা পরতেন না। এটি সা¤প্রতিক কালের প্রচলন, যা ধর্মীয় উগ্রবাদের চিহ্ন। আমরা অবশ্যই এটি নিষিদ্ধ করতে যাচ্ছি।’

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ২০১৯ সালে সাময়িকভাবে বোরকা পরায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। ওই সময় দেশটিতে ভয়াবহ এক বোমা হামলায় দুই শ’ ৫০ জনের বেশি লোক নিহত হওয়ার পর এ নিষেধাজ্ঞা দেয়া হয়।
ওই সময় এ পদক্ষেপ শ্রীলঙ্কায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। মুসলিম নারীদের স্বাধীনভাবে ধর্মচর্চায় বাধা দেয়ার মাধ্যমে তাদের অধিকার লঙ্ঘনের জন্য মানবাধিকার কর্মীরা ওই পদক্ষেপের সমালোচনা করেছিলেন।
ওই বছরের শেষে ‘উগ্রবাদ দমনের’ প্রতিশ্রুতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে গোতাবায়া রাজাপাকসে জয়ী হন। এক যুগ আগে প্রতিরক্ষা সেক্রেটারি হিসেবে দেশটির উত্তরে সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর দীর্ঘদিনের বিদ্রোহকে কঠোরভাবে দমনের জন্য তিনি পরিচিতি লাভ করেন। বিদ্রোহ দমনে বিপুলভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে রাজাপাকসে এ অভিযোগ অস্বীকার করেন।
বীরসেকেরা সংবাদ সম্মেলনে আরো জানান, সরকার দেশটিতে ‘জাতীয় শিক্ষানীতির বিরোধী’ এক হাজারের বেশি মাদরাসা বন্ধ করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘যে কেউ কোনো স্কুল খুলতে পারে না এবং আপনি যা ইচ্ছা শিশুদের শিক্ষা দিতে পারেন না।’

গত বছর দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লে শ্রীলঙ্কার সরকার ভাইরাস সংক্রমণে মৃতদের বাধ্যতামূলকভাবে শুধু দাহ করার নীতি চালু করে। পরে সমালোচনার মুখে এ বছরের ২৬ ফেব্রুয়ারি দাহ করার বাধ্যতামূলক নীতি বাতিল করে করোনায় মৃতদের লাশ কবর দেয়ার অনুমোদন দেয় শ্রীলঙ্কা। সূত্র : আলজাজিরা ও হিন্দুস্তান টাইমস।



 

Show all comments
  • হাসান ১৪ মার্চ, ২০২১, ৪:১৭ এএম says : 0
    নিজের ধর্ম ইসলাম পালন ধর্মীয় স্বাধীনতা. বোরকা ও ধর্ম শিক্ষা ধর্মীয় স্বাধীনতারই অন্তর্ভূক্ত. এই স্বাধীনতায় হস্তক্ষেপ করা, ভিত্তহীন মনগড়া foul অজুহাতে, সূম্পর্ণ বেআইনি ও ধৃষ্ট. আল্লাহ তায়ালার বিচার ইউরোপ আমেরিকায় করোনার দ্বারা এখনো চলছে. বর্বর শৃলংকা কি এখনো বুঝতে পারেনি?
    Total Reply(0) Reply
  • Md : Nurislam Nahid ১৪ মার্চ, ২০২১, ৫:৪৩ এএম says : 0
    আল্লাহ বিধান জে অমান্ন করবে তার বিচার আল্লাহকরবে ইনশেআল্লাহ
    Total Reply(0) Reply
  • Md : Nurislam Nahid ১৪ মার্চ, ২০২১, ৫:৪৪ এএম says : 0
    আল্লাহ বিধান জে অমান্ন করবে তার বিচার আল্লাহকরবে ইনশেআল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ