Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আছড়ে পড়া উল্কাপিন্ড দিতে পারে উত্তর

কেমন করে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল প্রাণ?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

কেমন করে সৃষ্টি হয়েছিল এই সৌরজগৎ? কীভাবে প্রাণের সঞ্চার হয়েছিল পৃথিবীতে? আজও এই নিয়ে বিজ্ঞানীদের কৌত‚হলের অন্ত নেই। এবার সেই সব প্রশ্নের না মেলা উত্তরগুলি খুঁজে পাওয়ার এক দিশা পেলেন বিজ্ঞানীরা। ইংল্যান্ডে আছড়ে পড়া এক উল্কাপিন্ড হয়ে উঠতে পারে সেই উত্তরের দিশারী। ৩০০ গ্রাম ওজনের এই উল্কাপিন্ডকে ‘বিস্ময়কর বিরল’ আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। এই উল্কাপিন্ডগুলো কার্বনাসিয়াস কনড্রিটস গোত্রীয়।
ইংল্যান্ডের এক ছোট শহরতলি উইঞ্চকম্বের রাস্তায় আছড়ে পড়েছিল এই উল্কাপিন্ড। লন্ডনের ‘ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম’ তাদের বিবৃতিতে জানিয়েছে, ওই খন্ডটি অত্যন্ত বিরল। কেননা সৌরজগতের সবচেয়ে প্রাচীন উপাদানগুলি রয়েছে এতে। রয়েছে বিভিন্ন জৈব পদার্থ ও অ্যামিনো অ্যাসিড। বিজ্ঞানীদের ধারণা, সেই কারণেই পানি ও প্রাণের উৎপত্তি সম্পর্কে নতুন তথ্যের সন্ধান দিতে পারে ওই উল্কাখন্ড। গত ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও উত্তর ইউরোপের রাতের আকাশে দেখা গিয়েছিল এই উল্কা। সেটি আছড়ে পড়েছিল ইংল্যান্ডের পথে। উল্কাপিন্ডটি দেখে মুগ্ধ বিজ্ঞানীরা। অত্যন্ত ভাল অবস্থায় রয়েছে সেগুলি। ফলে পরীক্ষা নিরীক্ষা করে দেখাও অপেক্ষাকৃত অনেক সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, পৃথিবীতে প্রাপ্ত যে কোনও প্রস্তরখন্ডের থেকেই বেশি বয়স আকাশ থেকে আছড়ে পড়া উল্কাপিন্ডগুলোর। পৃথিবীতে এ পর্যন্ত ৬৫ হাজার উল্কাপিন্ড পাওয়া গিয়েছে। এদের মধ্যে মাত্র ১ হাজার ২০৬টিকেই আছড়ে পড়তে দেখা গিয়েছিল। আর এই সমস্ত উল্কাপিন্ডের মধ্যে এই নিয়ে মাত্র ৫১টিই কার্বনাসিয়াস কনড্রিটস গোত্রীয়। সূত্র : সিবিএস নিউজ।



 

Show all comments
  • Jack San ১৪ মার্চ, ২০২১, ৭:০৮ এএম says : 0
    কুরআন হাদীস পড়ো তাহলে বুঝতে পারবে আর দর্শন পড়ে বুঝতে গেলে নাস্তিক হয়ে যাবে
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ১৪ মার্চ, ২০২১, ৭:০৯ এএম says : 0
    এই রহস্য জানতে হলে পবিত্র কুরআন পড়ুন, সব পেয়ে যাবেন।
    Total Reply(0) Reply
  • জাহিদ খান ১৪ মার্চ, ২০২১, ৭:১০ এএম says : 0
    মহান রাব্বুল আলামিন ১৫শ বছর আগেই পৃথিবীর সব রহস্য বর্ণনা দিয়ে পবিত্র কুরআন নাজিল করেছেন। েএটা নিয়ে গবেষণা করলেই সব পাওয়া যাবে।
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ১৪ মার্চ, ২০২১, ৭:১০ এএম says : 0
    গবেষণা করে সত্য জানার পরেও মহান আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা চরম অপরাধ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ