Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিংবদন্তী ব্যান্ড বি জিস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন কেনেথ ব্রানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

অভিনেতা-নির্মাতা কেনেথ ব্রানা কিংবদন্তী পপ ব্যান্ড বি জিসকে নিয়ে একটি বায়োগ্রাফিকাল চলচ্চিত্র নির্মাণ করবেন। ব্রানার ২০১৮’র পিরিয়ড ফিল্ম ‘অল ইজ ট্রু’র সহযোগী বেন এল্টন চিত্রনাট্যের খসড়া করছেন। প্যারামাউন্ট চলচ্চিত্রটির নির্মাণ তদারক করবে। ব্যান্ডের তিন সদস্য তিন ভাই ব্যারি, রবিন এবং মরিস গিব যেভাবে ছোট থেকে বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ডের খ্যাতি লাভ করে তাই বর্ণিত হবে ফিল্মটিতে। প্রথম ‘হাউ ক্যান ইউ মেন্ড এ ব্রোকেন হার্ট’ চার্টের শীর্ষে স্থান পাবার পর বি জিস একে একে ‘স্টেইন’ অ্যালাইভ’, ‘হাউ ডিপ ইজ ইওর লাভ’, ‘নাইট ফিভার’ এবং ‘জাইভ টকিন’’-এর মত গান উপহার দেয় বিশ্বকে। বি জিস ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত জন ট্রাভোল্টা এবং ক্যারেন লিন গর্নির কাল্ট ক্লাসিক ‘স্যাটারডে নাইট ফিভার’ চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক নিয়ে কাজ করেছিল। এখনও অনির্ধারিত নামের ফিল্মটি প্রযোজনা করবে স্টিভেন স্পিলবার্গের অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট। প্রযোজনায় আরও থাকবে ‘বোহেমিয়ান রাপসোডি’ প্রযোজক গ্র্যাহাম গ্রিনের জিকে ফিল্মস। বি জিসের একমাত্র জীবিত ভাই ব্যারি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। ব্রানা নিজেই গ্যাল গাদোত, আলি ফজল, রোজ লেসলি, এমা ম্যাকি, অ্যানেট বেনিং, রাসেল ব্র্যান্ড, সোফি ওকোনেডো, জেনিফার সনডার্স এবং লেটিশিয়া রাইটের সঙ্গে চলচ্চিত্রটিতে অভিনয় করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ