Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আহত হয়েও শুটিং চালিয়ে গেলেন স্বস্তিকা দত্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী স্বস্তিকা দত্ত এখন জি বাংলার ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন। এই সিরিয়ালের শুটিং চলাকালে তিনি আহত হয়েছেন। তার পায়ে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়। “ কয়েকদিন আগে আমি দুর্ঘটনায় পড়ি। সিঁড়ি দিয়ে আমাকে বারবার ওঠানামা করতে হচ্ছিল। ভাবতেই পারিনি এমন আঘাত পাব। খুব তাড়াহুড়া করছিলাম। কোনও একসময় পা ফসকে পড়ে গিয়েছিলাম। ভয়ানক যন্ত্রণা হচ্ছিল, প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। রাতে ব্যথায় ঘুমাতে পারিনি,”স্বস্তিকা বলেন। পরের দিন একজন পরম পেশাদারের মত স্বস্তিকা সেটে হাজির হন। বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিংয়ে অংশ নেন তিনি। “গতকাল আমাদের বাঁধা শুটিংয়ের শিডিউল ছিল। আমার টিম আমার জন্য ভুগবে এমন হতে পারে না। ভীষণ ব্যথা করছিল পরে পেইনকিলার খেয়ে শুটে অংশ নিয়েছিলাম,” অভিনেত্রী বলেন। পরেরদিন অবশ্য তার ছুটি ছিল সুতরাং বিশ্রামের সুযোগ পেয়ে যান স্বস্তিকা। তিনি বলেন,” এখনও ব্যথা করছে বিশ্রাম নিচ্ছি। আশা করছি আসন্ন আউটডোর শুটিংয়ের আগেই সুস্থ হয়ে যাব।” ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে স্বস্তিকা ক্রুশাল হুজার বিপরীতে অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বস্তিকা দত্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ