Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ব্যাস্ত সময় পার করছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ২:১৩ পিএম

স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি রাজশাহীতে ব্যাস্ত সময় পার করছেন। আজ শনিবার দুপুরে রাজশাহীর হযরত শাহমখদুম বিমান বন্দরে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আ:লীগের নগর সেক্রেটারী ডাবলু সরকারসহ নেতাকর্মীরা। এরপর তিনি শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারতের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন কর্মসূচি শুরু করেন। আলিফ লামমিম ভাটা হতে মোহনপুর পর্যন্ত রাস্তা উদ্বোধন করেন। দিনভর কর্মসূচির মধ্যে রয়েছে এসটিএস পরিদর্শন, তালাইমারী থেকে আলুপট্টি সড়ক পরিদর্শন, সোনাদিঘী ও সিটি সেন্টার পরিদর্শন, মনিচত্তর থেকে সদও হাসপাতাল পর্যন্ত রাস্তা ও বাউন্ডারী রাস্তা পরিদর্শন, উপশহর থেকে রানীবাজার রাস্তা পরিদর্শন, পদ্মার চরে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি এলাকা পরিদর্শন করবেন। সন্ধ্যায় নগরভবন গ্রীনপ্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অবহিত করন ও নাগরিক সম্বর্ধনায় অংশগ্রহন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাজুল ইসলাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ