Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মীরসরাইয়ে লরির চাপায় নিহত ২ আহত ৫

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১১:৩৫ এএম | আপডেট : ১১:৫২ এএম, ১৩ মার্চ, ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে একটি মাইক্রোকে বেপরোয়া গতির লরি চাপা দিয়েছে। শনিবার ভোরে মস্তাননগর ইউটার্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার সময় আরো একজন মারা গেছেন।

আহত হয়েছেন আরো ৫যাত্রী। নিহতরা হলো পার্থ প্রতিক ও মোঃ হানিফ। আহতরা হলেন তৌহিদ, লুৎফর রহমান, বিউটি,পাপ্পু, রাহাত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, শনিবার ভোরে মহাসড়কের নাহার এগ্রোর সামনের ইউটার্নে কক্সবাজারগামী একটি মাইক্রোকে চট্টগ্রাম থেকে আসা একটি লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার সময় আরো একজন মারা যান। আহত হয়েছেন আরো ৫যাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ