Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার করা উচিত : নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

যেসব দেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে, তারা সঠিক পথে যাচ্ছে না। গতকাল শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডবিøউএইচও। এদিন সংস্থা জানায়, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। এ ভ্যাকসিন নিয়ে রক্ত জমাট বাঁধার যে কথা বলা হচ্ছে, তা একেবারেই ঠিক নয়। এ জাতীয় ঘটনা ঘটা ব্যতিক্রম ছাড়া আর কিছু নয়।
অ্যাস্ট্রাজেনেকার অ্যাডভাইসারি কমিটির পক্ষ থেকে একটি নির্দেশিকা বা সেফটি ডেটা প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহার না করার কোনো কারণ নেই। উল্লেখ্য ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, থাইল্যান্ড, ইতালি ও রোমানিয়াতে বন্ধ করে দেওয়া হয়েছে এ কোম্পানির ভ্যাকসিন।
জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জানান, অ্যাস্ট্রাজেনেকার যথেষ্ট ভালো মানের ও গুণ সম্পন্ন। একে বাতিল করার কোনও প্রয়োজন নেই। অকারণে জল্পনা ও গুজব ছড়ানো হচ্ছে। মৃত্যুর তালিকা খতিয়ে দেখা হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে মৃত্যু হওয়ার কোনও ঘটনা ঘটেনি। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ করা হোক। এটি নিরাপদ।
এদিকে, স¤প্রতি সিসিলি দ্বীপে দুজন পুরুষ রোগীর এ ভ্যাকসিন নেওয়ার পর ম্তৃ্যু ঘটেছে। এমন ঘটনা ঘটার পর ইতালিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইতালির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এআইএফএ এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। তাদের পক্ষ থেকে বিবৃতিতে জানান হয়েছে, এহেন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেশ জুড়ে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সাময়িক নিষিদ্ধ করা হচ্ছে।
প্রসঙ্গত এ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর অনেকের দেহে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এর ফলে ইউরোপ জুড়ে এই নিয়ে একটা আতংকের বাতাবরণ তৈরি হয়েছে। এর আগেও ইউরোপের বিভিন্ন দেশে লোকজনের মৃত্যু হতে দেখা গিয়েছে। যদিও এই ব্যাপারে একেবারে নিশ্চিত হওয়া যায়নি যে এই ভ্যাকসিন নেওয়ার ফলেই মানব দেহে ওই ধরনের জটিলতা দেখা যাচ্ছে। সূত্র : বিবিসি ও আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ