বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার শহরের সাহিত্যকলা পল্লীর আল-ফারুক মাদরাসার এক মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমরা জাতি হিসেবে মুসলমান। যারা আল্লাহকে প্রভু, মুহাম্মদকে সঃ নবী এবং কুরআনকে সংবিধান হিসেবে মানেন তাদেরকে বলা হয় আস্থিক। আর যারা এটা মানেনা তাদেরকে বলা হয় নাস্তিক, কাফের বা অবিশ্বাসী। তারা মুসলমান নয়, হিন্দু ও নয় খ্রিষ্টানও নয়।
হেফাজতে ইসলামের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে। এই লড়াই আওয়ামী লীগ-বিএনপির লড়াই নয়। এই লড়াই আস্তিক-নাস্তিকের মধ্যে। এই লড়াই কেয়ামত পর্যন্ত চলবে।
শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ১০ টায় বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ মুলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, যারা যেভাবে জীবন যাপন করে মৃত্যু বরণ করবে সেভাবে। তাদের হাশরও হবে সেরকম।
আস্তিকরা কবরে রব কে, রসুলকে, দ্বীন কি ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবে নাস্তিকরা কিন্তু পারবেনা। অনুষ্ঠান স্থলে আমীরে হেফাজত আল্লামা বাবুনগরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাহিত্যকলা পল্লীর আল-ফারুক মাদরাসার পরিচালক সায়েম চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।