Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

রাজশাহীতে কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেছেন কলেজছাত্রীর পিতা। গতকাল কলেজ ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে গ্রামের আব্দুল্লাহ নামের এক ছেলে বিয়ের কথা বলে প্রেম নিবেদন করে। এক পর্যায়ে মন দেওয়া করে, গোপনে ছাত্রীর বাড়িতে গিয়ে তার সাথে দৈহিক মেলা মেশা করতো। এর মাঝে বিয়ের জন্য চাপ দিলে, আজ-কাল বলে সময় ক্ষেপণ করে। সর্বশেষ গত বুধবার আব্দুল্লাহ কলেজছাত্রীকে তার বাড়িতে ডাকে। তার কথায় সাড়া দিয়ে সেখানে যাওয়ার পর দৈহিক মেলা মেশার প্রস্তাব দেয়। রাজি না হলে বিয়ে করবে না বলে কলেজছাত্রীকে জানায় আব্দুল্লাহ।

পরে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন শুরু করে কলেজছাত্রী। তার পিতা রবিউল খোঁজখবর নিয়ে সেখানে গিয়ে বিষয়টি জানার পর, আব্দুল্লার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। বৃহসপতিবার রাতে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে রাতেই মামলা রেকর্ড করে। মুঠোফোনে যোগাযোগ করলে আব্দুল্লাহ জানান, তার সাথে সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক খুব বেশি দিনের নয়। তার সাথে দৈহিক কোন সম্পর্ক ছিল না। বিয়ে করবো বলে গত রমজান মাসে আমার পরিবারকে জানিয়েছিলাম। কিন্তু আমার পরিবার রাজি হয়নি। তারপর থেকে যোগাযোগ বন্ধ করে দেন। অন্যত্র বিয়ের কথা শুনে আমার বিষয়ে উল্টা পাল্টা অভিযোগ করছে। বর্তমানে সেনাবাহিনীতে সিপাহি পদে কর্মরত বলে জানান। তার চাকরির বয়স ৫ বছর চলছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবু তাহের জানান, আব্দুল্লাকে আসামি করে ছাত্রীর পিতা রবিউল বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের সাজদার রহমানের ছেলে। অপহরণ করে ধর্ষণের ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ছাত্রীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ