Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে জমি দখল চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারের হেমায়েতপুরের আলমনগরে সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে অন্যের জমি দখলে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা পশ্চিম কোটাপাড়া এলাকার প্রায় চল্লিশ শতাংশ জমি রয়েছে স্থানীয় আলিমুদ্দি হাজী, এখলাস মিয়া, হেলাল মিয়া ও আজিজুল ইসলামের। ওই চল্লিশ শতাংশ জমি আলমনগর সুগন্ধা হাউজিংয়ের সীমানায় হওয়ায় সুগন্ধা হাউজিংয়ের মালিক আলম চাঁন কয়েকজন শ্রমিককে নিয়ে সকালে ট্রাকে করে বালু এনে তা ভরাট করে দখল করার চেষ্টা করেন। এসময় ওই জমির মালিক পক্ষের লোকজন বাধা দিলে তারা দুইজনকে মারধর করে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, সুগন্ধা হাউজিংয়ের মালিক আলম চাঁন বিভিন্ন এলাকায় অসহায় ব্যক্তিদের জমি জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন। কেউ এর প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে হামলা-মামলার ভয়ভীতি দেখানো হয়। এ বিষয়ে জমির মালিক আলিমুদ্দি হাজী বলেন, আমাদের জমি সুগন্ধা হাউজিংয়ের মালিক আলম চাঁন জোরপূর্বক দখল করার চেষ্টা করেছে। আমরা এর প্রতিবাদ করলে আমাদের নামে উল্টো মামলা করার হুমকি দেন তিনি। এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানায়, জমি দখলে নেয়ার চেষ্টার ঘটনায় কেউ অভিযোগ দেয়নি, দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুগন্ধা হাউজিং কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভারে জমি দখল চেষ্টার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ