বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জে উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও অতিরিক্ত তিনশত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, তিন শিফটে তিনশত পুলিশ মাঠে কাজ করবে। রাঙ্গামাটি থেকে এ অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। এছাড়া র্যাবের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী ও উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ ৯৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া বসুরহাট পৌরসভার কর্মচারী নুরনবী স্বপনও বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। নোয়াখালী জেলা প্রশাসক খুরশিদ আলম জানান. কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি শেষ হলেও প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে সভা মিছিল করতে দেয়া হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।