Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

এক মন্তব্যে অভিযোগ ৪১ হাজার, টিভি উপস্থাপকের বিদায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

হ্যারি-মেগান দম্পতির সিবিএস নিউজে সাক্ষাৎকার নিয়ে মন্তব্য করে বিদায় নিতে হলো আইটিভির উপস্থাপক পিয়ার্স মর্গানকে। আইটিভির ‘গুড মর্নিং ব্রিটেন’ শোর উপস্থাপক ছিলেন তিনি। উইনফ্রেকে দেওয়া সাক্ষাৎকারে মেগান জানান, রাজপরিবারে তিনি নিঃসঙ্গ বোধ করেছেন। এক পর্যায়ে তিনি বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলেন। রাজপরিবারের বর্ণবাদ মানসিকতায় এক ধরনের মানসিক বিপর্যস্তে ছিলেন তিনি। বাকিংহাম প্যালেসের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমাধান চেয়েও কোনো সমাধান পান নি তিনি। পরদিন সোমবার নিজের শো-তে মর্গান বলেন, ‘আপনি কার কাছে গেছেন? তারা আপনাকে কী বলেছে? দুঃখিত ,আমি বিশ্বাস করি না তার (মেগান) কথা।’ বিবিসির সংবাদ আনুযায়ী, মর্গানের এরকম বিতর্কিত মন্তব্েযর পরপরই তার বিরুদ্ধে ৪১ হাজার অভিযোগ আসে। ব্রিটিশ গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম এ বিষয়ে তদন্ত করলে মর্গানের বিদায়ের বিষয়টি এক ঘোষণায় নিশ্চিত করে আইটিভি। বুধবার সকালে টুইটারে এক বার্তায় পিয়ার্স মর্গান বলেন, মতামত প্রকাশের স্বাধীনতা সবার আছে। হ্যারি ও মেগান দম্পতির স¤প্রচারিত সাক্ষাৎকারে আমি আমার মতামত তুলে ধরেছি শুধু। মর্গান ছয় বছর ধরেন শো-টি উপস্থাপনা করে আসছেন। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ