Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

আটকের পর মুক্ত
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাইদ সাবরিকে আটকের পর ছেড়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। বুধবার জেরুজালেমে তার বাসভবনে ইসরাইলি পুলিশ ও দেশটির গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দিয়ে তাকে আটক করেছিল। পরে আবার গ্র্যান্ড খতিবকে ছেড়ে দেওয়া হয়। মুক্তির পরে শেখ সাবরি জানান, পবিত্র মেরাজের স্মরণে জেরুজালেমের বাব আর-রহমা এলাকায় ধর্মীয় একটি অনুষ্ঠান পরিকল্পনার দায়ে ইসরাইলি বাহিনী তাকে গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালায়। আনাদোলু এজেন্সি।


১২ হাজার শিশু
দশ বছর আগে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ১২ হাজার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে যুদ্ধ শিশুদের একটি প্রজন্মকে অনিশ্চয়তা ও হুমকির মুখে ঠেলে দিয়েছে। বর্তমানে সিরিয়ার ৯০ শতাংশ শিশুরই মানবিক সহায়তা প্রয়োজন। যুদ্ধের কারণে সিরিয়ায় এক ঝুড়ি খাদ্যের দাম ২৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ৫ লক্ষাধিক শিশু তীব্র অপুষ্টিতে ভ‚গছে। ২০ লক্ষাধিক শিশু যুদ্ধের ভয়াবহতার কারণে স্কুলে যেতে পারছে না।রয়টার্স।


সংকুচিত
কভিড-১৯ মহামারীজনিত কারণে ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ২ শতাংশ কমেছে। ২০১৯ সালে দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ৬ শতাংশ। পাশাপাশি ইইউ জোটভুক্ত দেশগুলোর অর্থনীতি গত বছরের শেষ প্রান্তিকে ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছিল। মঙ্গলবার জোটের পরিসংখ্যান কর্তৃপক্ষ ইউরোস্ট্যাট এ তথ্য জানিয়েছে। এদিকে গত বছর ইউরো অঞ্চলে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল মাইনাস ৬ দশমিক ৬ শতাংশ। পাশাপাশি চতুর্থ প্রান্তিকে দেশগুলোর প্রবৃদ্ধির হার আগের বছরের একই সময়ের তুলনায় মাইনাস ৪ দশমিক ৯ শতাংশ ছিল। আনাদোলু এজেন্সি।


ফোনালাপ ফাঁস
আটলান্টা কাউন্টিতে ডাকযোগে আসা ভোটের নিরীক্ষার সময় জালিয়াতি খুঁজে বের করতে জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট অফিসের প্রধান তদন্তকারীকে নির্দেশ দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ফোনালাপ ফাঁস হয়ে গেছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে তিনি এই ফোন দিয়েছিলেন। এতে ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ায় চলমান তদন্ত নতুন মোড় নিয়েছে। ফ্রান্সিস ওয়াটসন নামের ওই তদন্ত কর্মকর্তার সঙ্গে ছয় মিনিটের ফোনালাপ হয়েছে ট্রাম্পের। রিপাবলিকান এই প্রেসিডেন্ট তাকে বলেছেন, জর্জিয়ার ভোটে তিনি জয়ী হয়েছেন। জো বাইডেন জয়ী হওয়ার ফল এলেও ট্রাম্প বলেন, জর্জিয়ায় খারাপ কিছু ঘটেছে। তিনি কিছুতেই হারতে পারেন না। ওয়াল স্ট্রিট জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ