Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় সর্বোচ্চ পদে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কানাডার সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে নিয়োগ পেয়ে ইতিহান গড়েছেন লেঃ জেনারেল ফ্রান্সেস অ্যালেন। কানাডার ইতিহাসে তিনি হচ্ছেন এই পদে নিয়োগ পাওয়া প্রথম নারী। তাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তার জায়গায় এর আগে যিনি দায়িত্ব পালন করছিলেন, তার বিরুদ্ধে যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগের ঝড় ওঠার পর অ্যালেন নিয়োগ পান। মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে লেঃ জেনারেল ফ্রান্সেস অ্যালেনের নাম ঘোষণা করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘কানাডার ইতিহাসে এই প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান পদে একজন শক্তিশালী নারীকে দেখে আমি অত্যন্ত আনন্দিত।’
এ পদে থাকা সাবেক শীর্ষ সেনা প্রধান জনাথন ভন্সের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ কানাডার সংবাদমাধ্যমে প্রকাশের পর তাকে সরিয়ে অ্যালেনকে মনোনয়ন দেয়া হয়। এখন ওই শীর্ষ সৈন্যের বিরুদ্ধে ওঠা সামরিক পুলিশের অসংগত আচরণ এবং অধস্তনদের সঙ্গে সম্পর্কের বিষয় তদন্ত করা হচ্ছে। তবে তিনি অভিযোগ নাকচ করে দিয়েছেন। এসব অভিযোগ প্রকাশ হওয়ার আগেই ভন্স গত জানুয়ারিতে অবসর গ্রহণ করেন। ভন্সের অবসরের কয়েক সপ্তাহ পর তার উত্তরাধিকারী অ্যাডমিরাল আর্ট ম্যাকডোলান্ডও তার বিরুদ্ধে ওঠা পৃথক অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু হওয়ার পর সরে দাঁড়ান। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ