Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের পরও জুভেন্টাসের বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ৫:০৮ এএম | আপডেট : ৩:৫৫ পিএম, ১০ মার্চ, ২০২১

ম্যাচ জিতেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রোনালদোর জুভেন্টাসের। প্রথম লেগে হারের পর দ্বিতীয় লেগে ৩-২ গোলে জেতে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাড়ায় ৪-৪। দশ জনের দল নিয়ে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় শেষ আটের টিকিট কাটে পর্তুগালের ক্লাব পোর্তো।

হতাশা, বিস্ময়, স্তব্ধতা বিয়াঙ্কোনেরিদের চোখে মুখে! ম্যাচ জিতেও যে রোনালদোকে বিদায় নিতে হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ১০ জনের দল নিয়েও প্রতিপক্ষের মাঠে পোর্তো লড়েছে দাঁতে দাঁত চেপে। উত্তেজনায় ভরপুর এক ম্যাচে অ্যাওয়ে গোলের সুবাদে শেষ আটে যাবার আনন্দে পর্তুগালের ক্লাবটি তখন অন্য পাশে আনন্দ-অশ্রু।

অবশ্য এদিন প্রথম লেগে পোর্তোর কাছে ২-১ গোলে হেরে বসা ইতালির সেরা দলটা নানা সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল। নিজেদের মাঠ বলেই হয়তো আশায় বুক বেধেছিল পাড় ভক্তরা। তবে অ্যালিয়েঞ্জ এরেনায় ৩ মিনিটে এমন আক্রমণে ভয় ধরিয়ে দেয় অতিথিরা।

ছন্দে ফিরতে গিয়ে ১৯ মিনিটে বড় ভুল করে বসে জুভেন্টাস। ডি বক্সে ফাউল করে বসে। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে লিড অতিথিদের। প্রথমার্ধে এগিয়ে থেকে মাঠ ছাড়ে পোর্তো।

দ্বিতীয়ার্ধের ৪৯ ও ৬৩ মিনিটে জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে যান জুভেন্টাসের চেইসা। ১০ জনের দল নিয়েও বাকজিটা সময় গোল ঠেকিয়ে দেবার প্রাণান্তকর চেষ্টা অতিথিদের। সফলও হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

নাটকীয় ম্যাচে অতিরিক্ত সময়ে গোল দিয়ে রোনালদোদের বিদায় নিশ্চিত করে দিয়েছিল পোর্তো। তবে দুই মিনিট বাদেই র্যাবিওট গোল করলে ম্যাচ জেতে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৪। অ্যাওয়ে গোলের সুবাদে শেষ আতে ওঠে পোর্তো। টানা ২য় বারের মত ইউরোপ সেরার মঞ্চের শেষ ১৬ থেকে বিদায় জুভেন্টাসের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ