বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজারে এক ব্যবসায়িকে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেসে গেলে কথিত সাংবাদিক। তার নাম নিজামুল হক লিটন। তার বাড়ি সিলেটের আলমপুরে। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে লালাবাজার আলামিন ম্যানশনের নিচ তলা থেকে তাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
ব্যবসায়ি আল আমিন জানান, কথিত সাংবাদিক নিজামুল হক লিটন বেশ কিছুদিন ধরে লালাবাজারের বেতসুন্ধি গ্রামের মসজিদের মোতাওয়াল্লি ও শাহ আব্দুর রহীম মাজারের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমার পিতা নিজাম উদ্দিন (৬৫) এর কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় আমার বাবাকে হুমকি দিয়ে আসছে।
এমন কি গত ২৫ ফেব্রæয়ারি সন্ধার পর একটি নোহাগাড়ি দিয়ে লিটনসহ আরো ৩ ব্যক্তি আমার বাবাকে অপহরণের চেষ্টা করে। এ ঘটনায় আমার বাবা নিজাম উদ্দিন বাদি হয়ে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি ও অপহরণের চেষ্টা মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে সাংবাদিক নামধারি লিটন আরো বেপরোয়া হয়ে উঠেন। গত সোমবার বিকেলে শাহ আব্দুর রহীম মাজারের দানবাক্সের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়ি থেকে আমার বাবার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে লিটন। এক পর্যায়ে গতকাল মঙ্গলবার আমার ব্যবসা প্রতিষ্টানে গাঁজা রেখে আমাকে ফাঁসাতে সকাল থেকে লালাবাজারে অবস্থান নেয় লিটন। কিন্তু আমি দোকানে যাওয়ার পর সে আমার দোকানে ঢুকে অনৈতিক কথাবার্তা বলতে থাকে। তার কথাবার্তা সন্ধেহজনক হলে একজন ড্রাইভার তার পরিচয় জানতে চাইলে সে সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষেপে উঠেন।
এক পর্যায়ে তাকে আটক করে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ এসে হাজির ঘটনাস্থলে। পুলিশ তার ব্যাগ তল্লাশি করে বেশ কিছু গাঁজা পায় পুলিশ। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। ঘটনাস্থালে আসা পুলিশের এসআই বিষ্ণু সাথে যোগাযোগ হলে তিনি জানান, গাঁজাসহ লিটন নামের এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় জনতা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।