Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে ‘স্বস্তি’ দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশের বিপক্ষে সিরিজে শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম ও ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ভাবনা নিউজিল্যান্ডের এমনিতেই ছিল। কেন উইলিয়ামসনকে নিয়ে সেসবের প্রয়োজন পড়ছে না। চোটই তাকে ঠেলে দিয়েছে মাঠের বাইরে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না কিউই অধিনায়ক। টি-টোয়েন্টি সিরিজেও তাকে বিশ্রামে রাখার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।
বাঁ কনুইয়ের এই চোট উইলিয়ামসনকে ভোগাচ্ছে বেশ কিছুদিন ধরেই। চলতি নিউজিল্যান্ড গ্রীষ্মের দ্বিতীয় ভাগে ব্যথা নিয়েই খেলেছেন তিনি। এখন চোট এমন রূপ নিয়েছে যে, এই অবস্থায় তার আর খেলার উপায় নেই বলেই মনে করছে নিউজিল্যান্ডের ম্যানেজমেন্ট। গতকাল কিউই দলের মেডিকেল ম্যানেজার ডাইল শ্যাকেল জানিয়েছেন, কয়েক মাস আগে উইলিয়ামসনের বাঁ কনুইয়ের হাড়ে ছোট্ট একটা চিড় ধরেছিল। এটা নিয়ে কিছুটা সমস্যায় ছিলেন তিনি। চোট কাটিয়ে ওঠার যথেষ্ট চেষ্টা উইলিয়ামসন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। সে কারণেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাধ্য হয়েই নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন কিউই অধিনায়ক। তার এ মুহ‚র্তে কয়েক দিন বিশ্রাম প্রয়োজন।
আবার ব্যাটিং শুরু করতে ১০-১২ দিন সময় লাগতে পারে উইলিয়ামসনের। পুরো ফিট হতে লাগতে পারে সপ্তাহ তিনেক। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাবে না নিউজিল্যান্ড। আইপিএলের কারণে অবশ্য টি-টোয়েন্টি সিরিজে এমনিতেও তাকে পাওয়া যাবে না বলে আলোচনা ছিল। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানান, ব্যস্ত স‚চি সামনে রেখে উইলিয়ামসনকে নিয়ে ঝুঁকি নিতে চান না তারা, ‘কেন (উইলিয়ামসন) দেশের হয়ে খেলতে ভালোবাসে, সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাই সহজ ছিল না। কিন্তু একজন ব্যাটসম্যানের সামনের কনুই তার খেলার জন্য খুব গুরুত্বপ‚র্ণ। চোটের যেহেতু উন্নতি হচ্ছে না, এটা স্পষ্ট যে কিছু একটা করতে হতোই। সামনে আমাদের গুরুত্বপ‚র্ণ একটি বছর। মে-জুনে ইংল্যান্ড সফর আছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। আমরা নিশ্চিত করতে চাই, কেন সেসবের জন্য যেন পুরো ফিট থাকে এবং জ্বলে উঠতে পারে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের ৫ ম্যাচেই খেলেছেন উইলিয়ামসন। একটিতে ফিফটি করলেও বাকিগুলোয় পারফর্ম করতে পারেননি। এর আগে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের একটিতে করেন সেঞ্চুরি, আরেকটিতে ডাবল সেঞ্চুরি। টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে একটিতে করেন ফিফটি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্ট খেলে করেন ক্যারিয়ার সেরা ২৫১। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য খেলতে পারেননি আরেক টেস্টে ও টি-টোয়েন্টি সিরিজে। লম্বা সময় উইকেটে কাটিয়েই উইলিয়ামসনের চোটের এই অবস্থা, ধারণা স্টিডের। অধিনায়কের অনুপস্থিতি অন্যদের জন্য সুযোগ বলেও মনে করছেন কিউই কোচ, ‘ভেবে দেখতে হবে, এই বছর (মৌসুমে) সে কতটা সময় ব্যাটিং করেছে। ম‚লত এটিই চোটকে ত্বরান্বিত করেছে, অতিব্যবহারের ফলে তৈরি হওয়া চোট এটি। কেনের মতো একজনের মান ও তার নেতৃত্বের অভাব আমরা অবশ্যই অনুভব করব। তবে কোনো সংশয়ই নেই যে তার না থাকা ওয়ানডে দলে কারও একজনের জন্য সুযোগ তেরি করে দেবে।’
উইলিয়ামসনের জায়গায় ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিতে পারেন টম ল্যাথাম। দলে সুযোগ পেতে পারেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দারুণ শুরু করা ডেভন কনওয়ে। কিউইদের দল ঘোষণা করা হবে আগামীকাল। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে না পাওয়া অনেকটা নিশ্চিতই। আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের বিপক্ষে সিরিজে বিশ্রাম দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে প্রস্তুত করার সময়ই আসলে উইলিয়ামসনকে দিতে চাইছে নিউজিল্যান্ড দল। কোচ গ্যারি স্টেডও সে কথাই জানিয়েছেন, ‘নিউজিল্যান্ড দল চায় উইলিয়ামসন এই কনুইয়ের চোট থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই সেরে উঠুক। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতভাগ ফিট উইলিয়ামসনকে চাই।’
আপাতত আইপিএলকে লক্ষ্য করেই উইলিয়ামসনের পুনবার্সন চলবে, সেটিও নিশ্চিত করলেন কোচ স্টিড, ‘তিন সপ্তাহের মতো সময়ে কেন প্রস্তুত হয়ে ওঠার কাছাকাছি থাকবে, আইপিএল শুরুর সময়কালও সেটি। আমরা তার সঙ্গে ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কথা কথা চালিয়ে যাব যেন শতভাগ ফিট হলেই কেবল আবার মাঠে নামে। আমরা চাই, কেন যেন ব্যথামুক্ত থেকে ব্যাট করতে পারে ও লম্বা সময় উইকেটে কাটাতে পারে। তার শারীরিক অবস্থার দেখভাল করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপ‚র্ণ। আমার মনে হয় না, এই চোট লম্বা সময়ের সমস্যা হবে। ¯্রফে এই বিশ্রামটুকুই তার প্রয়োজন।’
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু ২০ মার্চ, টি-টোয়েন্টি সিরিজ ২৮ মার্চ। আইপিএল শুরু ৯ এপ্রিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ