Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউরোর পর জার্মানি ছাড়বেন লো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০১ এএম

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জার্মানি জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোয়াকিম লো। আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল এক বিবৃতিতে এই ঘোষণা দেন ২০০৬ সাল থেকে দলটির দায়িত্বে থাকা লো। ৬১ বছর বয়সী এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত।
লোর কোচিংয়ে জার্মানি ২০১৪ বিশ্বকাপ জিতলেও গত কয়েক বছরে দলটির পারফরম্যান্স ভালো নয়। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর থেকে নিজেদের খুঁজে ফিরছে তারা। এসবের কারণেই কি-না, অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে জানান লো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ