Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় অতিরিক্ত সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০১ এএম

উত্তর-পূর্ব সিরিয়ায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি অঞ্চলটিতে নতুন করে আরো সামরিক সরঞ্জামও পাঠিয়েছে ওয়াশিংটন। এ খবর প্রকাশ করেছে সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানা। সংস্থাটির বরাত দিয়ে আজ সোমবার মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, আল-হাসাকাহের নিকটবর্তী অ্যাশ শাদ্দাদি শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে গতকাল রবিবার দুটি হেলিকপ্টারসহ মার্কিন সেনাবাহিনীর চারটি বিমান অবতরণ করতে দেখা গেছে। এই বিমানগুলো ইরাক থেকে এসেছে। বার্তা সংস্থা সানা জানিয়েছে, হেলিকপ্টারে মার্কিন সেনাদের বহন করা হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম বহনকারী ২০টি বক্স আনা হয়েছে। প্রতিবেদন অনুসারে, এর আগে শনিবার ১৫টি জাহাজে করে লজিস্টিকাল সরঞ্জাম, গোলাবারুদ এবং অস্ত্রসহ তিনটি সামরিক হেলিকপ্টার ঘাঁটিতে এসে পৌঁছায়। ফলে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে কতজন মার্কিন সৈন্য রয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ