মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সদ্য সন্তানের মা হয়েছেন মার্কিন বাসিন্দা ওলিওপ। মা হওয়ার পর তার সঙ্গে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। আমেরিকার মিনেসোটা এলাকার ওই বাসিন্দা জানিয়েছেন, সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় তিনি বাহুমূলে একটা লিম্ফ বা মাংস পিন্ড অনুভব করেন। হাল্কা চাপ দিতেই তিনি দেখেন যে সেখান থেকে দুধ পড়ছে। নিজের টিকটক ভিডিওতে এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ওই মা। তিন সন্তানের মা সন্তান জন্মদানের পর শরীরে অভ‚তপূর্ব এই পরিবর্তন লক্ষ্য করেন। কেন এভাবে শরীরের অন্যত্র থেকে দুধ আসছে, তা বুঝে উঠতে পারেননি তিনি। ঘাবড়ে যান কিছুটা। সেই সময় তার সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন তিনি। তাই আরও সতর্কতা অবলম্বন করে খোঁজ নিতে শুরু করেন কী কারণে তার এমন হচ্ছে। এরপর ভিডিও করে সবাইকে বিষয়টি জানান। আর জানতে চান তার কেন এমনটা হচ্ছে? এ বিষয়ে বিশেষজ্ঞদের অভিমত হলো- বাহুমূল পর্যন্ত বিস্তৃত থাকে ব্রেস্ট টিস্যু। স্তন্যপানের সময় সেই টিস্যু ফুলে যেতে পারে। সেই ফুলে যাওয়া স্থানে জমতে থাকে দুধ এবং পরবর্তীতে চাপ দিলে সেই দুধ বেরিয়ে আসে। ওই মা বলেন যে, আমার মতো অভিজ্ঞতা কারও হলে দয়া করে জানান, কারণ এই বিচিত্র ঘটনা শুধুমাত্র আমার সঙ্গে ঘটছে, এটা তো হতে পারে না! তারপর অনেকেই জানান যে, তারাও এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।