Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় দমকল কর্মী পুলিশসহ নিহত ৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মধ্যাঞ্চলের স্ট্র্যান্ড রোডে রেলওয়ের একটি অফিস ভবনে ব্যাপক অগ্নিকাÐে নয় জন নিহত হয়েছে। সোমবার রাতে নিহতদের মধ্যে চার দমকল কর্মী, এক পুলিশ কর্মকর্তা এবং একজন রেলওয়ে নিরাপত্তা কর্মী রয়েছেন। নিহতদের পাঁচজনেরই মৃতদেহ ভবনটির ১২তলায় একটি লিফট থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে লিফটের অভ্যন্তরেই তাদের মৃত্যু হয়েছে। অগ্নিকাÐের কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে ভারত সরকার। স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে সোমবার সন্ধ্যায় আগুন লাগে। চার ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে জানা গেছে, ভবনের ১৩ তলায় এসি ফেটে আগুন লাগে। পাশের একটি ভবনেরকর্মীরা প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। তখন প্রায় ৫০০ জন রেলের অফিসে ছিলেন বলে জানা গেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ