মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী ২৩ মার্চ রাজনৈতিক দলগুলোর অচলাবস্থার মধ্যেই ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই ঘোষণা মতে বিগত দুই বছরের মধ্যে দেশটিতে চতুর্থবারের মতো পার্লামেন্ট নির্বাচন। আশঙ্কা করা হচ্ছে এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রীর পরাজয় হতে পারে। সা¤প্রতিক এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সির। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে ডানপন্থী লিকুদ পার্টি থেকে আবারও মনোনীত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ১৪ বছরের বেশি সময় ধরে ইসরাইয়েলের প্রধানমন্ত্রী হিসেবে আছেন। যা দেশটির ইতিহাসে কোনো নেতার সর্বাধিক সময় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন। যদিও দুর্নীতি ও করোনাকালীন অব্যবস্থাপনার কারণে তার পদত্যাগে চেয়ে আন্দোলন হয়েছে ইসরাইলে। স্থানীয় গণমাধ্যম চ্যানেল১২ এক জরিপ চালিয়েছে। জরিপে দেখা গেছে, এই মুহ‚র্তে নির্বাচন অনুষ্ঠিত হলে মাত্র ২৮টি আসন পাবে ক্ষমতাসীন দল লিকুদ পার্টি। অথচ বর্তমানে তারা পার্লামেন্টে ৩৬টি আসন নিয়ে ক্ষমতায় আছে। তার মানে আসন্ন নির্বাচনে নিশ্চিত আসন হারাতে যাচ্ছে দলটি। জরিপে বিরোধী নেতা ইয়ার ল্যাপিডের নেতৃত্বাধীন যিশ আটিদ পাটি পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি আসন। অবশ্য পরবর্তীতে এই দলটির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে জরিপে ১৪টি আসন পাওয়া নিউ হোপ পার্টি এবং ১২টি আসন নিয়ে ইয়ামিনা পার্টির। যদি এমনটা হয় তাহলে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নেতানিয়াহুর জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ, জরিপ অনুযায়ী সহযোগী দলগুলোসহ লিকুদ পার্টির জোটের মোট আসন দাঁড়াবে ৫৯টি। কিন্তু দেশটির সংবিধান অনুসারে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ৬১টি আসন লাগবে। আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।