Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০১ এএম

চক্রান্তের শিকার
ইনকিলাব ডেস্ক : বিজেপি এমএলএ রমেশ জারকিহলি দাবি করেছেন, তিনি নির্দোষ এবং বিশেষ মুহ‚র্তের যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এদিকে বিশেষ ভিডিও ফাঁস হওয়ার পর সমালোচনার জেরে পদত্যাগ করেছেন কর্নাটকের এই মন্ত্রী। তার দাবি, আমার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) চাপে পড়ে পানিসম্পদ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিইনি। তিনি আরো বলেন, ওই সিডির ব্যাপারে কোনো সত্যতা নেই। আমি নির্দোষ। আরো চার মাস আগেই ওই সিডির ব্যাপারে আমি জানতে পেরেছিলাম। আর আমি ভুল কিছুই করিনি। ওইটা আমি নই। ইন্ডিয়া টুডে।


শীর্ষে তুর্কি এয়ারলাইনস
ইনকিলাব ডেস্ক : ১ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ৫৮১টি ফ্লাইট পরিচালনা করেছে তুরস্কের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা তুর্কি এয়ারলাইনস। এটি ইউরোপীয় অঞ্চলে একক কোনো উড়োজাহাজ সংস্থার সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট। রোববার ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর এয়ার নেভিগেশন সেফটি (ইউরোকন্ট্রোল) এ তথ্য জানিয়েছে। ইউরোকন্ট্রোলের মহাপরিচালক ইমন ব্রেনান এক টুইটে বলেন, ইউরোকন্ট্রোল নেটওয়ার্কের সবচেয়ে ব্যস্ততম উড়োজাহাজ সংস্থা তুর্কি এয়ারলাইনস। বর্তমানে এটি ২০১৯ সালের তুলনায় অর্ধেক ফ্লাইট পরিচালনা করছে। আনাদোলু এজেন্সি।


সর্বশেষটিও খারিজ
ইনকিলাব ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপিল করা সর্বশেষ তিনটি মামলাও বাতিল করে দিয়েছেন দেশটির উচ্চ আদালত। কোনো ধরনের শুনানি ছাড়াই সোমবার মামলাগুলো নিষ্পত্তি করে দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ব্যাটলগ্রাউন্ড বলে পরিচিত উইসকনসিনে হাজার হাজার অনুপস্থিত ব্যালটকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্পের দায়ের করা আপিল প্রত্যাখান করেছেন আদালত। রয়টার্স।

পালিয়ে মুক্ত
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান আন্দোলনে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের সানছাউং ডিস্ট্রিক্টে আটকে পড়া সেই দুইশ’ বিক্ষোভকারী পালিয়ে মুক্ত হয়েছেন। জানা গেছে, সোমবার সারা রাত আটকে থাকার পর মঙ্গলবার ভোরে পালাতে সক্ষম হয়েছেন তারা। তবে পুলিশ ওই এলাকা থেকে অন্তত ৫০ জনকে গ্রেফতার করেছে। জাতিসংঘ এই আটকে পড়া বিক্ষোভকারীদের মুক্তি দাবি করার কয়েক ঘণ্টার মধ্যে তারা পালিয়ে যেতে সমর্থ হয়েছেন। রয়টার্স।

লাইসেন্স ফি মওকুফ
ইনকিলাব ডেস্ক : হজ ও ওমরাহ সেক্টরে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য লাইসেন্স ফি ছয় মাসের জন্য মওকুফ করেছে সউদী আরব। কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্থ ব্যক্তি, প্রতিষ্ঠান এবং হজ ও ওমরাহ খাতের বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠতে বাদশাহ সালমানের সদিচ্ছা থেকে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সউদী কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারির কারণে গত বছর সামান্য সংখ্যক মানুষকে হজের অনুমতি দেয় সউদী আরব। গাল্ফ নিউজ।


মাস্কবিহীন সাক্ষাৎ
ইনকিলাব ডেস্ক : পুরোপুরি টিকাপ্রাপ্তরা অন্য টিকাপ্রাপ্তদের সঙ্গে মাস্ক ছাড়াই দেখা-সাক্ষাৎ, ঘোরাঘুরি করতে পারবেন বলে জানিয়েছে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সিডিসি সোমবার নতুন নির্দেশনা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কঠিন রোগের ঝুঁকি নেই এমন লোকজন যারা টিকা নিয়েছেন তারা একই বাড়িতে মাস্কবিহীন অবস্থায় একসঙ্গে বসবাস করতে পারবেন। এপি।


সময় কমছে
ইনকিলাব ডেস্ক : যেসব বিদেশি করোনার টিকা নিয়েছেন তাদের জন্য থাইল্যান্ড সফরের সময় বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সময় ১৪ দিন থেকে কমিয়ে ৭ দিন করা হচ্ছে। আগামী মাস থেকেই এই বিধান চালু হচ্ছে বলে সোমবার জানিয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাঙ্কুল। সফরের তিন মাসের মধ্যে করোনার টিকা নিয়েছেন এমনটা প্রমাণ দেখাতে হবে পর্যটককে। একই সঙ্গে নিজের দেশ ছাড়ার তিন দিনের মধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণ দেখাতে হবে। রয়টার্স।


৩৭ দিনের শিশু
ইনকিলাব ডেস্ক : গ্রিসে এবার এক মাস বয়সী শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। কিছুদিন আগেই তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। সে ছিল দেশটির সর্বকনিষ্ঠ শিশু যার দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। গ্রিসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৬ হাজার ৮শ জন। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এক টুইট বার্তায় বলেন, ‘দুঃখজনক যে করোনা মহামারিতে আমাদের দেশের সর্বকনিষ্ঠ একজনের মৃত্যু হয়েছে।’ ৩৭ দিনের শিশুটি ১৭ দিন করোনার সঙ্গে লড়াই করেছে। ওয়ার্ল্ডোমিটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ