বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইন্দুরকানীতে জামায়াত নেতার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের ট্রেজারী চালান ছিনতাইয়ের অভিযোগ। মঙ্গলবার বিকালে উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান ১১ এপ্রিল বালিপাড়া ইউনিয়ন পরিষদ এর নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহের জন্য উপজেলা নির্বাচন অফিসে যাচ্ছিলেন। এর আগে তিনি সোনালী ব্যাংকে ৫ হাজার ৫শ টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা দেন।
হাবিবুর রহমান জানান, ‘ট্রেজারী চালানের ফর্মসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আমি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হলে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী আমার শালা আবুল কালাম গাজীর নিকট থেকে চালান ফর্মসহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নেয়। আমি গত ইউপি নির্বাচনেও সরকার দলীয় লোকের কারণে মনোনয়নপত্র জমা দিতে পারি নাই। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির বলেন, ‘ছাত্রলীগের বিরুদ্ধে জামায়াত নেতার অভিযোগ সত্য নয়। জামায়াতের কাজ সব সময় অপপ্রচার ও গুজব সৃষ্টি করা।
উপজেলা নির্বাচন অফিসার রোকোনুজ্জামন খান জানান আমি জেলা অফিসে নির্বাচন সংক্রান্ত একটি মত বিনিময় সভায় উপস্থিত ছিলাম, এ ঘটনা আমি জানি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।