Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকদের জন্য ত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

হৃদরোগ বিশেষজ্ঞ মার্কিন চিকিৎসক সেই সোয়াইমান সিং গত তিন মাস ধরে দিল্লির টিকরি সীমানায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন আন্দোলনরত কৃষকদের। সুদূর আমেরিকার নিউ জার্সি থেকে দিল্লিতে ছুটে এসেছিলেন তিনি। কিন্তু কৃষকদের জন্য তার আর ফেরা হয়নি।

টিকরিতেই চিকিৎসা শিবির খুলে বসেছেন সোয়াইমান। সেখানে গড়ে প্রতি দিন ৪ হাজার থেকে ৬ হাজার মানুষ ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। এবং সম্পূর্ণ বিনামূল্যে। টিকরিতে এটাই একমাত্র সুপারস্পেশালিটি হাসপাতাল বলে জানিয়েছেন সোয়াইমান। ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘শুধু কৃষক নয়, স্থানীয় মানুষ, পুলিশ এমনকি সিআরপিএফ সেনারাও চিকিৎসা করাতে আসছেন আমাদের কাছে।’ তবে এমন চিকিৎসা শিবির এই প্রথম করছেন এমনটা নয়। কৃষক আন্দোলন শুরু হওয়ার আগেও প্রতি বছরই এই টিকরিতেই চিকিৎসা শিবির খোলেন সোয়াইমান। তিনি বলেন, ‘আমি প্রতি বছরই এখানে চিকিৎসা শিবির খুলি। এখানকার মানুষদের চিকিৎসা করি। ওরা আমাদের পরিবারের মতো হয়ে গিয়েছে।’ এ বারও এসেছিলেন শিবির করতে। কিন্তু তত দিনে টিকরিতে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল কৃষকদের। কোনও ইতস্তত না করেই চিকিৎসা শিবির খুলে বসেন।
এত বড় মাপের এক জন চিকিৎসক, যুক্তরাষ্ট্রের মতো জায়গায় প্রচুর অর্থ উপার্জনের সুযোগ ছেড়ে এখানে পড়ে রয়েছেন, কোনও অসুবিধা হচ্ছে না? এই প্রশ্নের উত্তরে সোয়াইমান বলেন, ‘টাকা আমার কাছে বড় বিষয় নয়। ঈশ্বরের আশীর্বাদে আমার অবস্থা যথেষ্ট সচ্ছল। রাস্তায় মানুষ মারা যাবে, চিকিৎসক হিসেবে সেটা দেখতে পারব না। এক জন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করাই কর্তব্য। সেটাই করছি মাত্র।’ সূত্র : এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ