Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের ধারাবাহিক মানি ইজ প্রবলেম

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মাসুদ সেজানের রচনা ও পরিচালানায় ঈদে আরটিভিতে প্রচার হবে বিশেষ ধারাবাহিক নাটক মানি ইজ প্রবলেম। নাটকে বিভিন্ন চরিত্রে চঞ্চল চৌধুরী, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, রিফাত চৌধুরী, মুনিয়া ইসলাম প্রমুখ। এটি প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটে। নাটকে দেখা যাবে, কয়েকশত কোটি টাকার মালিক ছিলেন আমজাদ খান। তবুও আরো টাকার জন্য তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। এরকমই একটি সময়ে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। তার একমাত্র ছেলে আমির খান [চঞ্চল চৌধুরী] বাবার এই অকাল মৃত্যুতে, ব্যবসা-বাণিজ্যের হাল না ধরে হঠাৎই দার্শনিক হয়ে যায়। তার মনে হয়েছে, একটা মানুষের জীবনে এত টাকার দরকার নেই। নানার মাধ্যমে সে টাকা বিলিয়ে দিতে শুরু করে। এ নিয়েই ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের ধারাবাহিক মানি ইজ প্রবলেম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ