Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শাফিন আহ্মেদ-এর নজরুল গীতির অ্যালবাম মনে পড়ে আজ

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মাইলস-এর অন্যতম সদস্য শাফিন আহমেদের গাওয়া নজরুল গীতির অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার মা কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম-এর স্মরণে তিনি এই অ্যালবামে গেয়েছেন। ‘মনে পড়ে আজ’ শিরোনামে অ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন লি.। মায়ের প্রতি শ্রদ্ধা ও তার গাওয়া গানগুলো থেকে বাছাই করা ৭টি নজরুল সংগীত নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামের সবগুলো গানেরই সুর করেছেন সাফিন আহমেদেরে পিতা উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট কমল দাশগুপ্ত। অ্যালবামের গানগুলো হচ্ছে, কতযুগ দেখিনি তোমারে, মনে পড়ে আজ, তুমি হাত খানি যবে রাখো মোর হাতের পরে, আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ, তোমারই আঁখির মতো আকাশের দুটি তারা, গভীর নিশিথে ঘুম ভেঙ্গে যায় ও প্রভাত বিনা তব বাজে। অডিও সিডি ছাড়াও জিপি মিউজিক থেকে সংগ্রহ করা যাবে অ্যালবামটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাফিন আহ্মেদ-এর নজরুল গীতির অ্যালবাম মনে পড়ে আজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ