মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে অনাহারে রয়েছে অধিকাংশ জনগণ। এই অনাহার সংকট মোকাবিলা করতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের শহরগুলোর বাসিন্দারা। তারা রাস্তায় রাস্তায় বসিয়েছেন নানান রঙের ফ্রিজ। আর সেসব ফ্রিজে খাওয়ার জন্য পরিপ‚র্ণ করে রাখা হয়েছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, যেসব শহরে মানুষ অনাহারে, তাদের সংকট কাটাতেই এই উদ্যোগ নিয়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে অনাহারে দিন কাটানো মানুষের সংখ্যা ছিল ৫ কোটির বেশি। এর আগে ২০১৯ সালেই এই সংখ্যা ছিল সাড়ে ৩ কোটি। তবে এ ঘটনায় বাইডেন প্রশাসন বলছে, খাদ্য সংকট মোকাবিলায় তার সরকার পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এই পদক্ষেপ কার্যকর হতে তাদের কিছুটা সময় লাগবে। দেশটির বড় বড় শহর যেমন- নিউইয়র্ক, লসঅ্যাঞ্জেলস, শিকাগো, মায়ামিতে এই উদ্যোগ চোখে পড়েছে। উদ্যোগ নেয়া ব্যক্তিরা জানান, করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের প্রতি ৬ জনের একজন অনাহারে আছেন। আর এসব মানুষকে সাহায্যের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের অসহায় প্রতিবেশীদের সাহায্য করতে পারছেন। তবে করোনা মহামারি শেষ হয়ে গেলেও ফ্রিজগুলোর প্রয়োজনীয়তা কমবে না বলে মনে করেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানান, পাড়ার প্রধান সড়কগুলোর পাশেই ফ্রিজগুলো স্থাপন করা হচ্ছে। যাতে স্থানীয় বিত্তবানরা সহজেই সেসব ফ্রিজে খাবারসহ প্রয়োজনীয় পণ্য রাখতে পারেন। আর অভুক্ত মানুষও যাতে খুব সহজেই সেগুলো সংগ্রহ করতে পারেন। আর দিনরাত ২৪ ঘণ্টায় ফ্রিজগুলো ব্যববার করতে পারেন সবাই। অন্যদিকে এই উদ্যোগ খুব সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে দেশটিতে। বহু অভুক্ত মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে সেসব ফ্রিজ থেকে খাবার সংগ্রহ করছেন। তাদেরই একজন লুসি নামে এক তরুণী। তিনি বিবিসিকে বলেন, আমি ফ্রিজগুলোতে ফল কিংবা বিশেষ করে সবজি পেলে সেগুলো সংগ্রহ করি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।