রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাওনা টাকা চাইতে গিয়ে কিল ঘুষি লাথিতে আহত মাসুদ মিয়া (৩৫) ১২ ঘণ্টা পর অবশেষে গতকাল রোববার সকালে মদন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত মাসুদ মিয়া নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের ইজ্জত আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাঁশরী গ্রামের মাসুদ মিয়ার কাছ থেকে একই গ্রামের তানভীর সাড়ে ৬ হাজার টাকা ধার নেয়। মাসুদ গত শনিবার সন্ধ্যার পর তানভীরের নিকট পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তানভীর সাথে রোমানকে নিয়ে মাসুদের ওপর ঝাপিয়ে পড়ে এবং নাকে মুখে ও শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি লাথি মারতে থাকে। এ সময় মাসুদ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। মাসুদ দীর্ঘ ১২ ঘণ্টা চিকিৎসার পর রোববার সকাল ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ প্রসঙ্গে মদন থানার ওসি মাসুদুজ্জামান বলেন, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।