Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুই ডোজ নেয়ার পর আক্রান্ত স্বাস্থ্যকর্মী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় অনেক দেশেই টিকা কার্যক্রম শুরু হয়েছে। অনেকেই করোনা টিকা গ্রহণ করেছেন। কিন্তু টিকার দুই ডোজ গ্রহণ করার পরেও করোনা আক্রান্ত হয়েছেন ভারতের এক ব্যক্তি। শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ওই ব্যক্তি ভারতীয় গুজরাট রাজ্যের বাসিন্দা। তিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী। সেখানকার স্থানীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএইচ সোলাঙ্কি ভারতীয় গণমাধ্যমকে জানান, ওই স্বাস্থ্যকর্মী গত ১৬ জানুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ১৫ ফেব্রæয়ারি দ্বিতীয় ডোজ নেন। এরপর তার শরীরে জ্বর আসে। পরে তার নমুনা পরীক্ষা করা হয় এবং ২০ ফেব্রæয়ারি জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি আরও বলেন, ‘হালকা লক্ষণ থাকায় বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। সোমবার থেকেই তিনি কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছেন।’ স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার পর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হতে প্রায় ৪৫ দিন সময় লাগে। তাই দুই ডোজ টিকা নেয়ার পরেও অবশ্যই মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গুজরাটে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন প্রায় সাড়ে চার হাজার। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ