Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাক্সের নতুন যাত্রায় তারার মেলা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

বিভিন্ন সময়ে লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়েছেন এমন তারকাদের নিয়ে সম্প্রতি রেডিসন ব্লু হোটেলের ওয়াটার গার্ডেনের সুইমিং পুলে এক মিলনমেলার আয়োজন করা হয়। নব্বই দশকের জনপ্রিয় তারকা শামীম আরা নিপা, আফসানা মিমি ও মৌসুমী এতে অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে যোগ দেন মম, বিদ্যা সিনহা মীম ও কুসুম শিকদার। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) বিউটি ব্র্যান্ড এই পুর্নমিলনীর আয়োজন করে। চিত্রনায়িকা মৌসুমী বলেন, লাক্স বিশ্বে ও বাংলাদেশে দীর্ঘসময় ধরে ব্র্যান্ড হিসেবে সুনাম ধরে রাখার পাশাপাশি এদেশের নারীদের অনেকদূর এগিয়ে নিয়ে গেছে। লাক্সের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম বলেন, লাক্স সবসময় নারীদের মনের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করে। সাহস জোগাতে নারীদের পাশে থাকে। আজকের অনুষ্ঠান সে চেষ্টারই অংশ। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিরেক্টর আফজাল খান তার বক্তব্যে লাক্সের ঐতিহ্য ও ব্র্যান্ডটির সঙ্গে বাংলাদেশের তারকাদের দীর্ঘদিনের সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন, ৫৬ বছর আগে লাক্স বাংলাদেশে তার যাত্রা শুরু করে। এই ব্র্যান্ডটি একটি বর্ণাঢ্য অতীত পাড়ি দিয়েছে এবং আমরা সবাই কোনো না কোনোভাবে লাক্সের সঙ্গে যুক্ত। এদেশের তারকাদের সঙ্গে লাক্সই প্রথম সম্পৃক্ত হতে শুরু করে। অনুষ্ঠানে নতুন সুবাস ও নতুন মোড়কের লাক্স উন্মোচন করা হয়। অতিথিদের দেখানো হয় লাক্সের নতুন বিজ্ঞাপন। আয়োজনে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম। নাচ পরিবেশন করেন হৃদি শেখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারার-মেলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ