Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের ক্রিকেটসহ বিশ্বের সব খেলা দেখা যাবে র‌্যাবিটহোলে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

দেশের জনপ্রিয় স্পাের্টস ওটিটি র‌্যাবিটহোল আসন্ন বাংলাদেশ নিউজিল্যান্ড এওয়ে সিরিজ এবং আইপিএল এর সব খেলা সরাসরি স¤প্রচার করবে। এরই মাঝে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির অফিশিয়াল ব্রডকাস্ট পার্টনার ও হয়েছে র‌্যাবিটহোল। এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম র‌্যাবিটহোলবিডি ২০১৭ সালে বাংলাদেশের জাতীয় দলের ম্যাচ লাইভ স¤প্রচারের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। র‌্যাবিটহোল অ্যাপ থেকে যে যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে র‌্যাবিটহোলবিডি স্পাের্টস ইউটিউব চ্যানেল এবং ২০১৮ সালে শুরু হওয়া র‌্যাবিটহোলবিডি ওয়েবসাইটের মাধ্যমে ক্রিকেট সম্প্রচার করে আসছে। শুধু দেশের ক্রিকেটই নয়, বিপিএল, আইপিএল, ডিপিএল-এর ম্যাচসহ প্রায় ৩০টিরও বেশি দ্বিপাক্ষিক ও বহুদলীয় ক্রিকেট সিরিজ কোন সাবস্ক্রিপশন ফি ছাড়াই সরাসরি সম্প্রচার করে ক্রীড়াপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। ২০১৯ সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ কোন সাবস্ক্রিপশন ফি ছাড়াই সরাসরি সম্প্রচার করার পাশাপাশি এখন পর্যন্ত ৪টি বিশ্বকাপ ও ২টি এশিয়া কাপ সহ ৬টি আইসিসি ইভেন্ট সরাসরি সম্প্রচার করে জনপ্রিয় হয়ে ওঠে এই ডিজিটাল প্ল্যাটফম র‌্যাবিটহোল। দেশের বিভিন্ন সিরিজ সম্প্রচারের পাশাপাশি র‌্যাবিটহোলবিডি প্ল্যাটফর্মে এখন থেকে দেখা যাবে ক্রিকেট বিশ্বের অনান্য দেশগুলোর দ্বিপাক্ষিক বিভিন্ন সিরিজসহ ক্রিকেটের প্রায় সবকিছু, যা এখন পর্যন্ত বাংলাদেশের অন্য কোন টেলিভিশন কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ