বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র শশধর সেন ও ১২ জন কাউন্সিলর শপথ নিয়েছেন। রোববার (০৭ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি।
শপথ নেওয়া কাউন্সিলরগণ হলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২ ও ৩ নং ওয়ার্ডে কমলা খাতুন , ৪,৫,৬ ওয়ার্ডে লিজা আক্তার, ৭,৮,৯ ওয়ার্ডে তাসনোভা নাছরিন নিশু।
১ নং সাধারন ওয়ার্ডে মোঃ এহছানুল হক, ২ নং সাধারন ওয়ার্ডে মোঃ মনির উজ্জামান , ৩ নং সাধারন ওয়ার্ডে মোঃ কছিম উদ্দিন, ৪ নং সাধারন ওয়ার্ডে সালেহ আহম্মদ , ৫ নং সাধারন ওয়ার্ডে মোঃ সোয়েব খান সুফি , ৬ নং সাধারন ওয়ার্ডে মোঃ তোফাজ্জল , ৭ নং সাধারন ওয়ার্ডে কৃষ্ণ কান্ত সাহা , ৮ নং সাধারন ওয়ার্ডে মোঃ আব্দুল হামিদ ও ৯ নং সাধারন ওয়ার্ডে এ বি এম মোশাররফ হোসেন ।
শপথ গ্রহণ শেষে ফুলপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শশধর সেন বলেন, ‘পৌরবাসীর সেবা করার যে গুরুদায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করবো। মানুষ আমাকে ভালোবেসে মেয়র নির্বাচিত করেছে। তাদের ভালোবাসা কখনও ভুলবো না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।