রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক
সাতক্ষীরা ও কালাইয়ে পুলিশ অভিযান পরিচালনা করে ৩৫ জনকে গ্রেফতার করেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশি অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সাতক্ষীরা সদর থানা ১২ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ১ জন, আশাশুনি থানা ৩ জন, দেবহাটা থানা ১ ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে ১ জন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কালাই (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটের কালাইয়ে শুক্রবার ও গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, যৌন নীপিড়নের অভিযোগে পৌরসভার মূলগ্রাম মহল্লার আবু কাশেম, নারী ও শিশু আইনে উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে মতিয়র রহমান, তার স্ত্রী নার্গিস ও ছেলে নূর আমিনকে এবং মাদক আইনে পৌরসভার আঁওড়া মহল্লার মোজাম্মেল হকের ছেলে মুনছুর রহমানকে গ্রেফতার করা হয়। অপর অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামি উপজেলার কাদিরপুর গ্রাম থেকে নূর চৌধুরীর ছেলে সাজু চৌধুরী, তেলিহার গ্রামের মোকলেছার রহমানের ছেলে তোফাজ্জল ফকির ও ময়েশপুর গ্রামের মোজাহার আলীর ছেলে মোসীন আলীকে নিজ নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।