রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী গ্রামে গতকাল শনিবার সকালে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে টেঁটাবিদ্ধ ও হাতকর্তনসহ উভয় পক্ষের কমপক্ষে আহত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় এক ব্যাক্তিকে আটক করছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা বারদী ইউপির দৌলরদী গ্রামের আলী আকবর ও সোলেমান মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে আলী আকবরের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সোলেয়মানের বাড়িঘরে হামলা চালিয়ে জাহাঙ্গীর ও ফজলুল হকসহ ৫ জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সোলেমানের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে গতকাল শনিবার সকালে সোলেমান হোসেনের নেতৃত্বে ২০/৩০ জনের একটি দল টেঁটা, বল্লম ও রানদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলী আকবরের পরিবারের ওপর হামলা চালিয়ে আলী আকবর, স্ত্রী জসিম মিয়া, সিরাজউদ্দিন, তার স্ত্রী শাহিদা, আক্তার হোসেন, আহম্মেদ আলী, সাখোয়াত মিয়াসহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা আলী আকবরকে টেঁটাবিদ্ধ ও জসিম মিয়ার হাত কর্তন করে পালিয়ে যায়। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়। এদের মধ্যে আলী আকবর, জসিম ও জাহাঙ্গীর হোসেনের অবস্থা আংশকাজনক। ফের সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বজলুল রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদেন জানান, সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।