Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমি সংক্রান্ত বিরোধে দু’গ্রুপের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ১৫ আটক ১

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী গ্রামে গতকাল শনিবার সকালে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে টেঁটাবিদ্ধ ও হাতকর্তনসহ উভয় পক্ষের কমপক্ষে আহত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় এক ব্যাক্তিকে আটক করছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা বারদী ইউপির দৌলরদী গ্রামের আলী আকবর ও সোলেমান মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে আলী আকবরের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সোলেয়মানের বাড়িঘরে হামলা চালিয়ে জাহাঙ্গীর ও ফজলুল হকসহ ৫ জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সোলেমানের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে গতকাল শনিবার সকালে সোলেমান হোসেনের নেতৃত্বে ২০/৩০ জনের একটি দল টেঁটা, বল্লম ও রানদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলী আকবরের পরিবারের ওপর হামলা চালিয়ে আলী আকবর, স্ত্রী জসিম মিয়া, সিরাজউদ্দিন, তার স্ত্রী শাহিদা, আক্তার হোসেন, আহম্মেদ আলী, সাখোয়াত মিয়াসহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা আলী আকবরকে টেঁটাবিদ্ধ ও জসিম মিয়ার হাত কর্তন করে পালিয়ে যায়। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়। এদের মধ্যে আলী আকবর, জসিম ও জাহাঙ্গীর হোসেনের অবস্থা আংশকাজনক। ফের সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বজলুল রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদেন জানান, সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি সংক্রান্ত বিরোধে দু’গ্রুপের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ১৫ আটক ১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ