Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামির পদোন্নতি!

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে

নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের চৌকিদার দবির উদ্দীন পদোন্নতি পেয়ে দফাদার হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে জিআর ১৬৩/১৩ নম্বর মামলায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ১৫(৩)/২৫-খ ধারায় ২০১৪ সালের গত ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অথচ সম্প্রতি তাকে পদোন্নতি দেয়া হয়েছে। জেলার আশাশুনি জেলার বড়দল গ্রামের নওয়াব আলীর ছেলে দবিরউদ্দিন সদর উপজেলার কুচপুকুর গ্রামের মুনসুর আলীর ঘরজামাতা। তিনি শ্বশুর বাড়িত থেকে আগরদাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার (গ্রাম পুলিশ) হিসেবে নিয়োগ পান। গত ২০১৩ সালের মার্চ মাসে তিনি সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে নাশকতামূলক কর্মকা-ে জড়িয়ে পড়েন। ফলে তার বিরুদ্ধে সড়কের গাছ কাটার অভিযোগ সদর থানায় মামলা দায়ের করে জেলা পরিষদ। এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালীরা দবিরউদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তার পদোন্নতির ব্যবস্থা করেছে। এব্যাপারে আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রামপুলিশ দবিরউদ্দিনের বিরুদ্ধে মামলা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু তিনি পদোন্নতি পেলেন কীভাবে সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি চেয়ারম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসামির পদোন্নতি!

৪ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ