Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছর পর অভিনয়ে ফিরলেন জেনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ১১:০৫ এএম
অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী জেনি। করোনার আগে একসঙ্গে তিনটি নাটকে শুটিং করেছিলেন জেনি। তারপর দীর্ঘ এক বছর পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন এই অভিনেত্রী। এবার সেই বিরতি ভেঙে আবারো অভিনয়ে সরব হলেন তিনি। নাটকটির গল্পে শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর চরিত্রে দেখা যাবে জেনিকে। 
 
এখন থেকে নিয়মিত অভিনয় করবেন জেনি। বিরতি ভেঙে কাজে ফেরাটা ভালো একজন নির্মাতার হাত ধরে হয়েছে। বিষয়টি উল্লেখ করে জেনি বলেন- অনিমেষ আইচের মতো কিছু নির্মাতা কাজের মানকে প্রাধান্য দেন। এজন্য তার কাজকে আলাদা করে চেনা যায়। এমন একজন নির্মাতার নাটক দিয়ে ফিরতে পেরে ভালো লাগছে।
 
অনিমেষ আইচের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা জানিয়ে জেনি বলেন, এখনো কাজে ফেরার জন্য প্রস্তুত নই। কিন্তু অনিমেষ আইচ এত সুন্দর করে বললেন যে, না করতে পারিনি। 
 
অতিলৌকিক গল্প নিয়ে গড়ে উঠেছে এ ধারাবাহিক নাটকের কাহিনি। এতে ‘অর্পিতা’ চরিত্রে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- অরুণা বিশ্বাস, ফারুক আহমেদ, রওনক হাসান প্রমুখ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেনি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ