বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের হিজলা উপজেলার মাটিয়াল গ্রাম থেকে ৭৪টি চোরাই গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত পশুগুলোর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় শাহজাহান রাঢ়ী নামে এক পেশাদার চোরকে আটক করার কথাও পুলিশ জানিয়েছে। পেশাদার এ চোর ভোলা, লক্ষ্মীপুর ও বরিশালের বিভিন্ন এলাকা থেকে গরু-মহিষ চুরি করে মাটিয়াল গ্রামে লুকিয়ে রাখত। উদ্ধারকৃত গরু ও মহিষের দাম প্রায় ৫০ লাখ টাকা।
গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে হিজলা থানা পুলিশ এ বিপুল সংখ্যক গবাদি পশু উদ্ধার করে স্থানীয়ভাবে জিম্মায় রেখেছে। গ্রেফতারকৃত শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ ঘটনার নেপথ্য কারণও উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।