Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীর সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ১২:০৪ এএম

নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও নরসিংদী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ আব্দুল মতিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর দত্তপাড়া ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, নরসিংদী সদরের এমপি লে. কর্নেল (অব) মো. নজরুল ইসলাম হিরু, শিবপুরের এমপি জহিরুল হক মোহন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা ইসমাইল নুরপুরী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ। এ ছাড়া নরসিংদী বিভিন্ন মাদরাসার বহুসংখ্যক মুহতামিম শিক্ষক ও ছাত্রজনতা উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই মাওলানা শওকত হোসাইন সরকার। পরে তাকে দত্তপাড়া কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ