Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় পানি কমছে : বাড়ছে স্রোত

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : পদ্মায় ধীর গতিতে পানি কমতে শুরু করলেও বেড়েছে স্রোতের তীব্রতা। পানি কমছে বাড়ছে ভাঙন। হুমকীর মুখে পড়া টি গ্রোয়েন রক্ষার চেষ্টা চলছে। গত বৃস্পতিবার সন্ধ্যায় টি গ্রোয়েন পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী। ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান। প্রধান প্রকৌশলী জানান পানি কমছে। তবে বাড়ছে স্রোতের তীব্রতা। টি গ্রোয়েন ক্ষতিগ্রস্ত মাথায় মেরামতের জন্য নৌকা ভেড়ানো যাচ্ছেনা। ফলে মেরামত কাজ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর গতি প্রকৃতি গভীর ভাবে পর্যবেক্ষণ করে মেরামত কাজ করা হচ্ছে। ভারী ওজনের জিও ব্যাগও কঠিন পাথর ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সব কাজ বন্ধ রেখে টি গ্রোয়েন মেরামতের কাজ করছে। স্রোত মোকাবেলা করতে পারলে আর চিন্তা থাকবেনা বলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা জানান। বিভাগীয় কমিশনার বলেন এনিয়ে সবাই উদ্বেগের মধ্যে রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আস্বস্ত করেছে বাঁধ ভাঙার সম্ভাবনা নেই।
এদিকে পানি কমার সাথে সাথে ভাঙন বাড়ছে। পানির তোড়ে নগরীর পশ্চিমাঞ্চল হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকায় ভাঙন বেড়েছে। ভাঙন চলছে আলাতুলি, চরহুনমন্তপুর, চরকোদালকাঠিতে। খানপুরের অবস্থার অবনতি হয়েছে। নগরীর জিয়ানগর চারঘাটের ইউসুফপুরেও ভাঙনের তীব্রতা বেড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মায় পানি কমছে : বাড়ছে স্রোত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ