Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

৪ বিড়াল উদ্ধার
থাইল্যান্ডের নৌবাহিনীর সদস্যরা আন্দামান সাগরে জ্বলন্ত এক জাহাজ থেকে চারটি বিড়াল উদ্ধার করেছে। থাইল্যান্ডের একটি পত্রিকা জানিয়েছে, মাছ ধরার জাহাজটিতে আগুন লাগার পর জাহাজের আটজন নাবিক সাগরে ঝাঁপিয়ে পড়ে রক্ষা পান। তবে জাহাজে চারটি বিড়াল নিরুপায় হয়ে একটি কাঠের বীমে আশ্রয় নেয়। পরে নৌবাহিনীর সদস্যরা জাহাজের তেল ছড়িয়ে পড়ছে কিনা সেটা পরিদর্শনে গেলে বিড়াল চারটি দেখতে পায় এবং উদ্ধার করেন। একজন নাবিক পিঠে চড়িয়ে বিড়ালগুলো নিরাপদ স্থানে নিয়ে আসেন। বিবিসি।


হত্যার হুমকি
হলোকাস্ট থেকে বেঁচে আসা ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের আজীবন সদস্য লিলিয়ানা সেগ্রেকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া ৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ইহুদি ধর্মাবলম্বী লিলিয়ানা সেগ্রের বর্তমান বয়স ৯০ বছর। করোনার টিকা গ্রহণের পর স¤প্রতি ফেসবুকে তার একটি ছবি ভাইরাল হয়। ছবিতে নেতিবাচক মন্তব্য করেন ৫ ব্যক্তি। লিলিয়ানা সেগ্রেকে কটাক্ষ করে সেই মন্তব্যগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতালীয় পুলিশ তদন্ত করে ৫ জনকে শনাক্ত করেছে। ইতালির বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা
হয়। বিবিসি।


পারবেন হিজড়াও
মিস পানামা প্রতিযোগিতায় এ বছর ‘ট্রান্সজেন্ডার নারী’ বা হিজড়াদের অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে সব রকম মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে যেতে হবে প্রতিযোগীকে। পানামায় এই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তাকে পাঠানো হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। তবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় হিজড়াদের অংশগ্রহণের সুযোগ আছে কিনা তা নিশ্চিত নয়। মিস পানামা প্রতিযোগিতার আয়োজকরা বলছেন, তারা মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়ম মেনেই এ আয়োজন করছেন। এতে বিজয়ীকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাঠানো হবে। ডয়েচে ভেলে।


দূতাবাস খুলবে
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেছেন, প্রাথমিকভাবে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে এই সম্পর্ক স্থাপন করা হবে। ২০২৩ সালে ডাবলিন তেহরানে দ‚তাবাস খুলবে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে কভেনি গত ২০ জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি ইরানের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ প্রকাশ করেন। সিনহুয়া।


কমলা-মরিসন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আবহাওয়া পরিবর্তন, চীন এবং মিয়ানমার সংকটসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই বৈঠকে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া চীন, মিয়ানমার এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়েও দুই নেতা একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এবিসি।


বুরকিনায় নিহত ৬
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে স্থল মাইন বিস্ফোরণে একটি অ্যাম্বুলেন্সে থাকা একজন অন্তঃসত্ত¡া নারী ও আরো পাঁচ জন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে মালি সীমান্তের নিকটবর্তী যে এলাকায় এ ঘটনা ঘটেছে সেখানে বারবার জঙ্গি হামলার ঘটনা ঘটছে বলে দেশটির সরকার জানিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার নামিসিগুইয়া ও গাসকিনদে শহরের মধ্যবর্তী স্থানে অ্যাম্বুলেন্সটির আঘাতে রাস্তায় পেতে রাখা একটি মাইনের বিস্ফোরণ ঘটে, এতে গাড়িটিতে থাকা ঐ নারী, তার স্বামী, একটি বালিকা, আরো দুই নারী ও চালক নিহত হন। রয়টার্স।


গ্রিসে ভ‚মিকম্প
শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হানলো গ্রিসে। বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টা নাগাদ রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভ‚কম্পন অনুভ‚ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভ‚মিকম্পের পরই কয়েকটি ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, ভ‚মিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে তা অনুভ‚ত হয়েছে পার্শ্ববর্তী দেশ আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া, কসোভা ও মন্টেনিগ্রোতেও। মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভ‚মিকম্পের এপিসেন্টার ছিল এলাসোনা শহর থেকে ২০ কিলোমিটার দ‚রে। ডয়েচে ভেলে, জাকার্তা পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ