Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের মানুষকে মারাই ভারতের ফারাক্কানীতি : মুফতী সৈয়দ ফয়জুল করীম

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাঃ ফয়জুল করীম বলেছেন, দেশের মানুষকে মারা ভারতের ফারাক্কানীতি। পানি না থাকার মৌসুমে ভারত আমাদেরকে ফারাক্কার পানির ন্যায্য হিস্যা দেয় না। আবার বর্ষার মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন কম তখন তারা ফারাক্কার সকল গেট খুলে দেয়।  একই কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং নদীগুলোতে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, পদ্মায় যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা সারা দিন খেটেও মাছ পাচ্ছে না। গরম মৌসুমে পানি এতটাই শুকিয়ে যায় যে, জেলেদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। এতে করে ইলিশ মাছ এবং চিংড়ি মাছের বিরাট ক্ষতি হচ্ছে। প্রজননের ক্ষেত্রও দিন দিন কমে যাচ্ছে।
গতকাল পুরানা পল্টনন্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ত্রৈমাসিক থানা দায়িত্বশিল তারবিয়াতে প্রধান অতিথি তার বক্তব্যে তিনি একথা বলেন। নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাও. শেখ ফজলে বারী মাসউদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
মুফতি সৈয়দ ফয়জুল করীম আরো বলেন, বর্তমান শিক্ষানীতি বাস্তবায়িত হলে দেশে জঙ্গি আরো বেড়ে যাবে। তিনি অনিতিবিলম্বে এ শিক্ষানীতি পাঠ্যসূচি বাতিল করে সর্বজন গ্রহনযোগ্য শিক্ষানীতি ও পাঠসূচি প্রণয়নের আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশের মানুষকে মারাই ভারতের ফারাক্কানীতি : মুফতী সৈয়দ ফয়জুল করীম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ