প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথম সিরিয়াল ‘বৌ কথা কও’ দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন মানালি মনীষা দে। নতুন আরও একটি ধারাবাহিকে কাজ করবার জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন স¤প্রতি। সূত্র জানিয়েছে মানালি লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। মানালির শেষ ধারাবাহিক ‘নকশি কাঁথা’এ প্রযোজনা করেছিলেন লীনা; তার সহ-প্রযোজক ছিলেন শৈবাল ব্যানার্জী। এই ধারাবাহিকে তিনি সুমন দে’র বিপরীতে, মানালি অভিনয় করেছিলেন শবনমের ভূমিকায়। মদ্যপ বাবার হাতে মাকে নির্যাতিত হতে দেখে শবনম জীবনে প্রতিষ্ঠিত হবার শপথ নেয়। ‘নকশি কাঁথা’ ২০১৮তে শুরু হয়ে ২০২০-এর জুলাইতে শেষ হয়। এরপর তিনি বেশ কিছু ওয়েবভিত্তিক প্রজেক্টে কাজ করেছেন বেশ কিছুদিন আগে মানালিকে তার শাশুড়ির সঙ্গে ‘রান্নাবান্না’ অনুষ্ঠানে দেখা গেছে। ওয়েবভিত্তিক একটি প্রজেক্টে সম্প্রতি দেখা গেছে অভিনেত্রীকে। পাশাপাশি একান্ত জীবনেও বেশ ব্যস্ত আছেন মানালি। গত বছর লকডাউনের মধ্যেই বিয়ে করছেন মানালি পরিচালক অভিমন্যু মুখার্জীর সঙ্গে নতুন জীবন শুরু করেন মানালি। টিভি আর ওটিটি ছাড়া মানালি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এর মধ্যে- ‘কালী আমার মা’ (১৯৯৯), ‘রাজদ্রোহী’ (২০০৯), ‘অচিন পাখি’ (২০১০), ‘নিমকি ফুলকি’ (২০১৭) এবং ‘গোত্র’ (২০১৯)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।