Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চমক নিয়ে উদ্বোধনের অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

সবকিছু ঠিক থাকলে আগামী ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের খেলা। গেমসের বর্ণাঢ্য উদ্বোধন হবে
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এখানে স্থাপন করা হবে ডিজিটাল মঞ্চ। আধুনিকতার ছোঁয়ায় গেমস শুরু করতে চাইছে বাংলাদেশ গেমসের সিরিমনিজ কমিটি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানিয়েছে। সুত্রটি আরও জানায়, জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করেই বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এমন অসাধারণ কিছু প্রদর্শিত হবে, যা এর আগে কখনোই হয়নি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১ এপ্রিল সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা ৪৫ পর্যন্ত দুই ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানের ডিজিটাল মঞ্চে এক থেকে নয় পর্যন্ত বাটন থাকবে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাটনগুলো চাপ দিলে পুরো মঞ্চ আলোয় আলোকিত হবে। তবে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নাকি স্বশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। করোনা পরিস্থিতির উপর নির্ভর করেই হয়তো সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী। মার্চপাস্টে আসবেন গেমসে অংশ নিতে যাওয়া ক্রীড়াবিদ এবং কর্মকর্তারা। মার্চ পাস্টে ডিসিপ্লিন ভিত্তিক নাকি জেলা ভিত্তিক হবে; তা এখনো চূড়ান্ত করেনি। মার্চপাস্ট শেষ হওয়ার পর মেজর আনিসুল ইসলাম (অব.) এর লেখা থিম সং পরিবেশিত হবে। তারপর দেখানো হবে বঙ্গবন্ধুর জীবনির উপর ডকুমেন্টরি প্রামান্য চিত্র। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো জীবনটাই তুলে ধরা হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ৭ মার্চের ঐতিহাসিক ভাষন, স্বাধীনতার ঘোষনা সহ বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন করা হবে। দেখানো হবে লেজার শো। প্রদশিত হবে বাংলাদেশ গেমসের আগের আসরগুলোর খেলার অর্জনের কিছু ছবি ও ভিডিও। গেমসের উদ্বোধন একযোগে মনিটরে দেখানো হবে ঢাকার বাইরের ভেন্যুগুলোতেও। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে আনুপাতিকহারে দর্শক রাখার পরিকল্পনা আয়োজকদের। এরপরেই বিওএর সভাপতি ও সেনাপ্রধান সভাপতি জেনারেল আজিজ আহমেদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বক্তব্য রাখবেন। পরে মশাল প্রজ্জ্বলন এবং আতশবাজির মাধ্যমে শেষ হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ