Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে ফুসলিয়ে দুই শিশুকে ধর্ষণ, থানায় মামলা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ৮:১৫ পিএম

টাঙ্গাইলের সখিপুরে নয় ও ছয় বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষক হায়দার আলী (৪৮) উপজেলার দামিয়া এলাকার মৃত আঃ কদ্দুস মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে মনোহারী দোকান করে আসছিল। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, প্রায় দেড় মাস আগে ব্যবসায়ী হায়দার আলী (৪৮) প্রতিবেশী ওই দুই শিশুকে মজা (বিস্কুট,লজেন্স, চিপস জাতীয় খাবার) দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। সেখানে শিশু দুইটিকে ধর্ষণ করে। পরে একইভাবে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে তারা তাদের অভিভাবকদের বিষয়টি জানায়।

সখিপুর থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) এসআই বদিউজ্জামান বলেন, এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। শিশু দুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে নির্যাতনের শিকার ওই দুই শিশু অভিভাবকের হেফাজতে রয়েছে। হায়দার পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্ত হায়দার আলীকে গ্রেফতারের অভিযান শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ